Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কিছুদিনেই শেষ হবে ‘রানিমা’র জীবন, সামনে এল ‘রানিমা’র শেষ পর্বের ছবি

Updated :  Sunday, June 27, 2021 10:39 AM

চার বছরের সম্প্রচারে সম্পূর্ণ হতে চলল ‘করুণাময়ী রানী রাসমণি’ রানীমার জীবনচক্র। সম্প্রতি রানীমার বিদায়বেলার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। রানীমা চলে যাবেন এবার তাঁর মা ভবতারিণীর কাছে থেকে যাবে রানিমার পুরো পরিবার আর শ্রী শ্রী রামকৃষ্ণ। রানীমা চলে গেলেও এই মুহূর্তে বন্ধ হচ্ছেনা ধারাবাহিকের শ্যুটিং এই কথা নিজেই জানিয়েছেন রানীমা আর পরিচালক।

কিছুদিনেই শেষ হবে 'রানিমা'র জীবন, সামনে এল 'রানিমা'র শেষ পর্বের ছবি

এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, রানীমার পর্ব শেষ হয়ে গেলেও এখনই এই ধারাবাহিকটি শেষ হবে কিনা তা কিছুই ঘোষণা হয়নি। রাজেন্দ্র বাবুর ও মন খারাপ দিতিপ্রিয়া আর অভিনয় করবেননা বলে তবে তিনি প্রশংসা করেছেন বারবার দিতিপ্রিয়ার অভিনয়ের। এরপরে রামকৃষ্ণ আর রানীমার গল্প দেখানো হবে।

কিছুদিনেই শেষ হবে 'রানিমা'র জীবন, সামনে এল 'রানিমা'র শেষ পর্বের ছবি

খুব শীঘ্রই এই ধারাবাহিকে রানীমার তিরোধান দিনের পর্ব কয়েকের মধ্যেই দেখানো হবে। কিছুদিন আগেই দেখানো হয়েছে, রাজবাড়ির সব মোহ ছেড়ে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের সেবায় নিয়োজিত হয়েছে। জীবন শেষের পথে বুঝতেই তিনি মন্দিরের সব দায়িত্ব রামকৃষ্ণ পরমহংসের হাতে সঁপে দিয়েছেন। কিন্তু তার আগেই শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ধারাবাহিকে রানীমার মৃত্যু মানেই দিতিপ্রিয়ারও ট্র‍্যাক শেষ হয়ে যাচ্ছে তা লকডাউনের প্রোমো দেখে অনেকেই বুঝে গিয়েছেন। আর এতেই মন খারাপ কলাকুশলী থেকে মা কাকিমা।

কিছুদিনেই শেষ হবে 'রানিমা'র জীবন, সামনে এল 'রানিমা'র শেষ পর্বের ছবি

২০১৭ সাল থেকে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়। গত ১৭ই জুন এই ধারাবাহিক ৪ বছরে পা দিল। সময় অনেকটাই বড়। এই সময় ইউনিটের সকলে একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তবে এও বলেন, যেকোনো কাজ শুরু হলে তা শেষ হবেই। সেই নিয়ম মেনেই শেষ হচ্ছে তাঁর পথ চলা। এই ধারাবাহিকের দিতিপ্রিয়া নিজের অভিনয় দিয়ে সকলের মনে দাগ কেটেছে এটাই অভিনেত্রীর সাফল্য। তাই অভিনেত্রীর ও মন খারাপ। কিন্তু সময় কারোর জন্য থামেনা। ধারাবাহিকে না থাকলেও অন্যরুপে ফিরে আসবে দিতিপ্রিয়া। বেশ কিছু সিনেমায় অভিনয় করবে দিতিপ্রিয়া।