Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nirav Modi: PNB কাণ্ডে বড়ো সাফল্য, ইডির হতে ১৭ কোটি টাকা তুলে দিলেন নিরব মোদীর বোন

Updated :  Friday, July 2, 2021 1:33 PM

দাদার বিরুদ্ধে গিয়ে এনফর্সমেন্ট ডিরেক্টরেটকে ১৭ কোটি টাকা ফেরত দিলেন নীরব মোদির বোন পূরবী মোদি। এর ফলে ইডির ক্লিনচিটের তালিকা নাম উঠল পূরবী মোদি এবং তার স্বামী মায়নক জইনের। লন্ডনের ব্যাংক একাউন্ট থেকে ১৭ কোটি টাকা ফেরত পেয়েছে ইডি। তারা জানিয়েছে, লন্ডনে বোনের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান ১৭ কোটি টাকা গচ্ছিত রেখে ছিলেন নীরব মোদী। সেই টাকাই ফেরত পেলেন অফিসাররা।

এদিন বিবৃতিতে জানানো হয়েছে, “নিরব মোদী তার নিজের বোন পূরবী মোদীর নামে লন্ডনের ব্যাংক একাউন্টে ১৭.২৫ কোটি টাকা জমা রেখেছিলেন। সেই টাকাই এদিন ভারত সরকারের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলেন পূরবী মোদি।” ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি কাণ্ডে আরো ১৭ কোটি টাকা ফেরত পেল ভারত সরকার। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা তছরুপ করার মামলায় বর্তমানে পুলিশের জালে নিরব মোদি। নিরব আগে ব্রিটেনে আত্মগোপন করেছিল, কিন্তু তারপর বৃটেনের পুলিশ নিরব মোদীকে গ্রেফতার করে। বর্তমানে নীরব মোদী ব্রিটেনের জেলে বন্দি রয়েছেন। কিছুদিন আগেই, নিরব মোদী কে ভারতে ফেরা নিয়ে সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন সরকার।

এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ জানানোর আবেদন জানিয়ে ব্রিটেনের আদালতে আর্জি দায়ের করেছেন নিরব। অন্যদিকে, এই একই আদালত বিজয় মাল্যকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশে দিয়েছিল। আরেক অভিযুক্ত মেহুল চক্সী ডমিনিকাতে ধরা পড়েছে। সেখানকার আদালতে তার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বর্তমানে মামলা চলছে।

কিছুদিন আগেই এই ৩ জনের নামে থাকা বেশ কিছু টাকা ব্যাংকের নামে তুলে দিয়েছিল ইডি। ৯ হাজার ৩৭১ কোটি টাকা তুলে দিয়েছিল ইডি। জানা যাচ্ছে এই ৩ জন মিলে ২২ হাজার কোটির বেশি টাকা জালিয়াতি করেছে। এখনো অবধি ইডি ১৮ হাজার কোটির কিছু বেশি টাকা উদ্ধার করতে পেরেছে। ৮০ শতাংশ টাকা উদ্ধার হযেছে এবং আরও বাকি সম্পত্তি এবং বাকি টাকা উদ্ধার করেছে বর্তমানে ভারত সরকার।