Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কলকাতায় রেকর্ড দাম পেট্রোলের, মাথায় হাত মধ্যবিত্তের

Updated :  Thursday, July 8, 2021 11:10 AM

সারা দেশের অন্যান্য জায়গা তে পেট্রোলের দাম লাগাতার ঊর্ধমুখী হতে শুরু করেছে। বিগত ৩৭ দিন ধরে প্রতিদিন পেট্রোলের দাম একটি নতুন রেকর্ড তৈরি করছে। তবে এতদিন পর্যন্ত কলকাতা শহরে কিন্তু পেট্রোলের দাম ১০০ নিচে ছিল। কিন্তু সেই রেকর্ড ভাঙলো বুধবার। গতকাল অর্থাৎ বুধবার নজিরবিহীনভাবে কলকাতা শহরে সেঞ্চুরি করেছিল পেট্রোলের দাম। আজ বৃহস্পতিবার সেই একই অবস্থা পেট্রোলের দামে।

আজকে কলকাতায় ইন্ডিয়ান ওয়াটার পাম্প এ পেট্রোলের দাম লিটার প্রতি ৪২পয়সা পড়ে গিয়েছে। এর ফলে বর্তমানে পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতে ও পেট্রোলের দাম সর্বকালের রেকর্ড হয়ে গেছে। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা ৫৬ পয়সা।

বাণিজ্য নগরী মুম্বাইতে সব থেকে বেশী দামে বিক্রি পেট্রোল। বর্তমানে মুম্বাইতে পেট্রোলের সর্বোচ্চ দাম ১০৬ টাকা ৫৯ পয়সা। গত ২৯ মে থেকেই মুম্বাইতে শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে অনেকদিন ধরেই রয়েছে। কিন্তু এখন ভারতের সবথেকে দামি পেট্রোল বিকোচ্ছে মুম্বাইতেই।

অন্যদিকে ভারতের অন্যান্য মেট্রো শহরগুলিতে ও একই অবস্থা। বেঙ্গালুরু পুনে এবং হায়দ্রাবাদের পেট্রোলের দাম ১০০ টাকার উপরে চলছে। ভারতের অন্যান্য শহরগুলিতে মোটামুটি একই অবস্থা। কোথাও নব্বইয়ের ঘরে তো আবার কোথাও ১০০ ছাড়িয়ে গিয়েছে। কবে যে পেট্রোলের দাম আবার নিয়ন্ত্রণে আসবে সেই ব্যাপারে কেউ তেমন ভাবে কিছুই জানেনা। এমনকি খোদ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কোন সদুত্তর দিতে পারছেন না।