Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিদ্যার শাড়ি ফ্যাশনে নয়া চমক! একলা চলার বার্তা অভিনেত্রীর

Updated :  Monday, July 12, 2021 2:04 PM

বিদ্যা মানে এখন বলিউডে এক ভিন্ন ঘরানার ছবি হয়ে উঠেছে। তাঁর প্রতিটি লুক থেকে পর্দায় চরিত্রের যথাযথ উপস্থাপনা, এক কথায় বলতে গেলে বিদ্যাই তাঁর ছবির নতুন পরিচয়। তবে বিদ্যার কেরিয়ারের শুরুটা এতটা সহজ ছিল না। শুরুতেই বিদ্যা একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নিজের অজান্তেই তা চলে গিয়েছিল অন্যদের হাতে। এরপরই পেয়েছিলেন পরিণীতা ছবির প্রস্তাব। আর এই একটা ছবি অভিনেত্রীর ভাগ্য খুলে দেয়। একটা সুযোগই বিদ্যার জন্য ছিল যথেষ্ট। প্রথম বিগ প্রজেক্ট অভিনয় গুণে তাক লাগিয়েছিলেন সকলকে। 
এরপর কাহানি, ডার্টি পিকচার, তুমারি সুলু, মিশন মঙ্গল প্রতিটি সিনেমায় অভিনেত্রী নিজের আলাদা অভিনয়ের ছাপ রেখে ফেলেছেন। দিন দিন নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন বিদ্যা। গত বছর শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবছর শেরনি হয়ে দর্শকের মন জয় করে নিচ্ছেনও।

বিদ্যার শাড়ি ফ্যাশনে নয়া চমক! একলা চলার বার্তা অভিনেত্রীর

অভিনয়ের পাশাপাশি নিজের মিষ্টি হাসিতেই বহু অনুরাগীদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন বিদ্যা। নতুন নতুন স্টাইল সেগমেন্টে বলিউড ফ্যাশানে শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বিভিন্ন লুকে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ধরা দেন বিদ্যা বালন । তবে তাঁর সমস্ত ফ্যাশন শাড়িকে ঘিরেই। শাড়িতেই নারী তা এক্কেবারে প্রযোজ্য বিদ্যার ক্ষেত্রে। ফের নেট দুনিয়ায় নিজের শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে শাড়ি এক্কেবারে অন্য রকমের শাড়ি।

একনজরে দেখে নেওয়া যাক। বিদ্যা পড়েছেন, খয়েরি রঙের শাড়ির মধ্যে কালো পাড় সাথে কালো ব্লাউজ দিয়ে। সঙ্গে কানে ছোট্ট কালো রঙা অক্সিডাইজ দুল, ছোট্ট টিপ আর চোখে হালকা কাজল। শাড়ির উপরে খয়েরি রঙ দিয়েই রোমান হরফে লেখা বাংলা বিখ্যাত গানের লাইন। সেই শাড়ির পাড়েই লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমোঘ সৃষ্টি। যা বহু মানুষের জীবনে চলার এক মন্ত্র। কবিগুরু রবীন্দ্রনাথের কলমে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’। কবিগুরুর লেখা এই লাইন এ বার উঠে এল খোদ বলিউডের ফ্যাশনের খাতায়। এই ছবির ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ”কে কে মিল খুঁজে পাচ্ছেন?” আর এই সাজ নেটিজেনদের মনে বেশ ধরেছে। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।