২০২১ বিধানসভা নির্বাচনের আগে বহু তারকা গ্লামার জগত থেকে প্রবেশ করেছিলেন রাজনীতিতে। সবথেকে বেশি দেখা গিয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার ঢল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী, থেকে শুরু করে বনি সেনগুপ্ত, এবং আরো অনেকে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। এদের মধ্যে টিকিট পেয়েছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্যতম ছিলেন জনপ্রিয় টলিউড তারকা পায়েল সরকার। বেহালা পূর্ব আসনে তাকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করতে এবং লড়াই করতেও দেখা গেছিল মাঠে ময়দানে। কিন্তু, ভোটবাক্সে গেরুয়া ঝড় তুলতে তিনিও সক্ষম হননি। এমনকি তার দুই বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী, তারাও এই নির্বাচনে ডাহা পরাজিত হয়েছেন।
ঠিক তার পর থেকেই মূলত পায়েল সরকারের প্রোফাইলে দেখা যেতে থাকে, “কি দিদি খেলা হচ্ছে তো?” এরকম বেশ কিছু কমেন্ট। সায়নী ঘোষ এর মধ্যে কয়েকজন নেতা-নেত্রী এখনো রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও, গেরুয়া শিবিরে যোগ দেওয়া মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া এই সমস্ত গ্ল্যামার ওয়ার্ল্ডের অভিনেত্রী দের আর তেমন ভাবে মানুষের পাশে দেখা যায়নি কখনোই। বরং তারা আবারো নিজেদের পুরনো জগতে মশগুল হয়ে পড়েছেন। তারপর থেকেই প্রায় প্রত্যেক ছবিতেই হামেশাই বিভিন্ন কটাক্ষ এবং বিতর্কিত কমেন্ট আসতে শুরু করে এই তিনজনের প্রোফাইলে।
সম্প্রতি পায়েল সরকার নিজের একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইনস্টাগ্রামে।এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে তার ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। কিন্তু যেহেতু তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং পার্টি’র অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন, তাই নিজের সোশ্যাল মিডিয়াতে ভাবমূর্তি ঠিক করার জন্য নিজের ‘হট’ ছবি মুছে ফেলে ছিলেন সেই সময়। কিন্তু নির্বাচনে পরাজয়ের পরে আবারো নিজের পুরনো জায়গায় ফিরে এসেছেন পায়েল। পোস্ট করেছেন বেশ কিছু খোলামেলা ছবি। সেসব ছবি দিয়ে নেট জনতার মন ঘায়েল করার পরে তাকে দেখা গেল একটি রিল ভিডিও আপলোড করতে।
সেই রিল ভিডিওতে তার পরনে ছিল হলুদ সবুজ রঙের ক্রপ টপ এবং নীল রঙের ডেনিম জিন্স। তারপর আর কি, রিল ভিডিও আপলোড হওয়া মাত্রই কমেন্ট বক্সে ধেয়ে আসতে শুরু করলো কটাক্ষ। ‘এবার তো বিয়ে-সাদী করুন আর কতদিন এরকম থাকবেন’, ‘এটাও আবার রাজনীতিতে আছে’, ‘জয় শ্রীরাম’ এর মতো বিভিন্ন কমেন্টে ভরে গেল কমেন্ট বক্স। বাকিরাও এই সমস্ত কমেন্ট পড়ে মজা নিলেন। ভোটের সময় ভাবমূর্তি ঠিক করার জন্য সমস্ত খোলামেলা ছবি মুছে দিয়ে হেরে যাবার পরে আবার আগের জায়গায় প্রত্যাবর্তন, বিষয়টিকে নেটজনতা খুব একটা ভালো ভাবে গ্রহণ করছে না। এই কারণেই বর্তমানে সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকার পুরুষ মন ঘায়েল করা ‘ব্যাচেলর’ অভিনেত্রী পায়েল সরকার।














Johnny Depp Reveals the Real Reason He Refuses to Watch His Daughter’s Adult Series