Today Trending Newsদেশনিউজ

CBSE Class 12: প্রকাশিত হয়ে গেল সিবিএসই দ্বাদশ শ্রেণীর রেজাল্ট, পাসের হার চোখে পড়ার মতোই

এবারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করেছে ৯৯.৩৭ শতাংশ পরীক্ষার্থী

Advertisement

বহু প্রতিক্ষার পর শুক্রবার প্রকাশিত হয়ে গেল সিবিএসসি পরীক্ষার দ্বাদশ শ্রেণীর ফলাফল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এইবারে অন্যান্য বোর্ডের মত অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই তৈরি করা হয়েছিল একটি মূল্যায়নের পদ্ধতি। এই পদ্ধতিতে অতি মারি পরিস্থিতিতে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পাস করেছেন। জানা যাচ্ছে এইবারে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া।

অভ্যন্তরীন মূল্যায়ন ফলাফল পদ্ধতি মেনে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছিল সিবিএসই এর তরফে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি ভালো ফল করেছেন। যারা যাচ্ছে ছাত্রীদের পাসের হার যেখানে ৯৯.৬৭ শতাংশ সেখানে ছাত্রদের পাসের হার ৯৯.১৩ শতাংশ। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের পরীক্ষায় রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার ১০০ শতাংশ।

আপনারা সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে এই পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। পাশাপাশি যদি আপনারা চান তাহলে বোর্ডের নিজস্ব অ্যাপ্লিকেশন থেকেও আপনার রোল নম্বর দিয়ে নির্দিষ্ট ফলাফল জানতে পারবেন। এছাড়াও Umang অ্যাপ্লিকেশন, digilocker.gov.in এর মতো ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা যাবে।

যদি আপনারা এই ফলাফলে খুশি থাকেন তাহলে লিখিত পরীক্ষায় বসতে পারবেন আপনারা তবে সে ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে করোনাভাইরাস পরিস্থিতি ঠিক হবার জন্য। তারপরে যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এই পরীক্ষায় বসে নতুন করে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট গ্রহণ করতে পারেন। তবে সে ক্ষেত্রে কিন্তু পুরনো রেজাল্ট বাতিল হয়ে যাবে। অফ্লাইন এর পরীক্ষার রেজাল্ট চূড়ান্ত বলে গণ্য হবে।

Related Articles

Back to top button