টলিউডবাংলা সিরিয়ালবিনোদনভাইরাল & ভিডিও

জনপ্রিয় অভিনেতার পাশাপাশি এখন জনপ্রিয় ইউটিউবার! এক মাসেই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখার মতো

Advertisement

সায়ক চক্রবর্তী! বিনোদন জগতের সাথে সাত বছর ধরে যুক্ত। স্টার জলসা হোক কিংবা জি বাংলা দুই চ্যানেলে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নানারকম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এই সাত বছরের জার্নিতে মোট ১৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ক। ভালো ও খারাপ দুই চরিত্রে সায়ন অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে ‘গ্যারি’র ভূমিকায় রয়েছেন সায়ক। অভিনয়ের সঙ্গে যুক্ত যেকোনও কাজ করতে ভালবাসেন তিনি। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রিল ভিডিয়োর জন্য বেশ বিখ্যাত সায়ক৷ যেকোনো ট্রেন্ডিং গানে তাল মেলাতে দেখা যায় সায়ককে।

তবে এসবের মাঝেও অভিনেতা কয়েকদিন আগে এক ইউটিউব চ্যানেল খুলে ফেলে। অভিনেতার ঘনিষ্ঠ এক বোন মাম্পি এবং তাঁর বর রাহুলের পরামর্শে প্রিয় বন্ধু রিয়াজের সঙ্গে ইউটিউবে চ্যানেল খুলে ফেললেন সায়ক। সায়কের সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা ব্যপক। তাই তো এখন এই অভিনেতা থেকে সায়ক হয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার। 

সায়কের এই ইউটিউব চ্যানেল খোলার অন্যতম সঙ্গী হল রিয়াজ লস্কর। দু-জনে উদ্যোগে এক মাস আগে ইউটিউব চ্যানেল ‘Let’s start’ এর পথচলা শুরু করেন। আর মাত্র এক মাসের মধ্যে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা পেরিয়েছে প্রায় ৬৪ হাজারের বেশি। বিভিন্ন রকম মজার ভিডিও শেয়ার করে সাধারণ মানুষকে বিনোদন দেন সায়ক আর রিয়াজ।এই চ্যানেলে ফুড ব্লগিং, লাইফস্টাইল আর ট্রাভেল নিয় নানান কনটেন্ট পরিবেশন করা হয়।

সায়ক তাঁদের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ কৃতিত্বই দিয়েছেই নিজের কাছের বন্ধু রিয়াজকে। অভিনেতা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘রিয়াজ খুব পরিশ্রম করেন। ইনি থাকেন দক্ষিণ ২৪ পরগণার মগরা হাটে। সেখান থেকে এই করোনা আবহে কলকাতায় আসে নিয়মিত। এইভাবেই একমাস হল Let’s start-এর’ পথচলা।

সায়কের একটি ব্লগে তাঁরই প্রিয় বন্ধু সৌমিতৃষা ওরফে মিঠাই ও ছিলেন সম্প্রতি অভিনেতা নিজের ইউটিউব থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে একটি এসিও কিনেছেন। একদিকে ধারাবাহিকের অভিনয় আর অন্যদিকে ইউটিউব চ্যানেলের কাজ করছেন সায়ক। এত ব্যস্ততার মাঝে ওয়েব সিরিজেও অভিষেজ করবেন সায়ক। অভিনেতা অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ‘ফ্যান্টাজিম’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সায়ক। গল্পের নাম ‘জাল’। জি ৫-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

Related Articles

Back to top button