টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

রানীমার পর বিদায়ের পালা প্রিয় জামাতা মথুরবাবুর, শেষ শ্যুটিং শেষ করে মন খারাপ নিয়েই বাড়ি ফিরলেন গৌরব!

Advertisement

বাঙালী মা কাকিমার একসময়ে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। একটি হল সকলের প্রিয় রানী রাসমণির চরিত্র, অপরটি হল তাঁর সেজো জামাই মথুরবাবুর চরিত্র। বলাবাহুল্য এই ধারাবাহিকের দুই চরিত্র ছিল একে অপরের পরিপূরক। এই ধারাবাহিকে দেখানো হয় করুণাময়ীর সেজো মেয়ে করুণার সাথে মথুরবাবুর বিয়ে হয়। অভিনেত্রীর সেজো জামাই হলে মথুরকে নিজের জামাতার থেকেও বেশি ছেলে মনে করতেন।

এই তো কিছুদিন আগে তিরোধান হয়েছিল রানীমার। তবে রাণীমা মারা যাওয়ার পর শোক কাটাতে না কাটাতে ধারাবাহিকে এল আরো এক খারাপ খবর। এবার চলে যাবেন রানীমার জামাতা মথুরও। অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের পর এবার গৌরব চট্টোপাধ্যায়ের অধ্যায় শেষ হতে চলেছে। টানা ৩ বছর ধরে মথুরবাবুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। মথুর বাব্জ্র চরিত্রের অবসানের খবর ধারাবাহিকের টিমের পক্ষ থেকে পাওয়া গিয়েছে। আর এই খবর পেতেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। ইতিমধ্যে সেই প্রমো দেখানো হয়েছে।

এখন ধারাবাহিকে দেখানো হয়েছে, একদিকে রামকৃষ্ণের চিকিৎসায় সেরে উঠছেন মথুরবাবুর স্ত্রী জগদম্বা অন্যদিকে মথুরের বিদায় অনেকেরই মন খারাপ করে দিয়েছে। মথুর অভিনেতা গৌরব চাটার্জিও দীর্ঘ দিনের এই যাত্রা শেষ হওয়াতে কিছুটা আবেগঘন হয়ে পড়েছেন। গত শনিবারই ছিল ধারাবাহিকে মথুরের শেষ শুটিং। শুটিং শেষে সকলে গৌরবকে বিদায় সম্বর্ধনা দিতে চাইলেও গৌরব সেটা করতে দেননি।

গৌরব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তিনি কোনো বিদায় সম্বর্ধনা চাননি। তাঁর সবই মনে আছে, আসলে তিনি একজন এসকেপিস্ট। সকলে তাঁকে ঘিরে ধরলে তিনি যেন অপ্রস্তুত হয়ে যান তাই শুটিংয়ের কাজ সেরেই একপ্রকার পালিয়ে এসেছেন’। তবে কবে সম্প্রচারিত হবে মথুরের জীবনাবসানের পর্ব? জানা গিয়েছে আগামী দু -তিন দিনের মধ্যেই দেখা যাবে সেই পর্ব। তখন ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছিল।  শ্রীরামকৃষ্ণরূপী সৌরভের সঙ্গে গৌরবের শেষ দৃশ্য ছিল। তবে অভিনেতার চলে যাওয়াতে মন খারাপ গোটা টিমের।

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরবাবু আর নেই। সারদামণির প্রথম আগমন হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। আর সেই প্রোমো ইতিমধ্যে ভাইরাল হয়। গৌরব নিজের এই চরিত্র নিয়ে জানিয়েছিলেন, মথুরামোহনের চরিত্র তাঁর জীবনের একটি বড় মাইলস্টোন। এর আগে বহু ধারাবাহিকে বহু চরিত্রে অভিনয় করেছেন গৌরব। কিন্তু তাঁকে এই মথুরবাবুর চরিত্র দর্শকের কাছে ভালোবাসা পেয়েছেন।

Related Articles

Back to top button