Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাতের কলকাতাতে ঐন্দ্রিলাকে ছাড়া নতুন সদস্যকে নিয়ে বেরিয়ে পড়লেন অঙ্কুশ! রইলো ভিডিও

Updated :  Monday, August 23, 2021 3:19 PM

এইতো দিন ছয়েক আগে অঙ্কুশের বাড়িতে এসেছে ‘নতুন অতিথি’। আর তাঁকে নিয়ে ঘুরতে যাবেনা তা কি হয়? তাই জন্য রবিবার মাঝ রাতে ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়লেন অঙ্কুশ। তবে এবারে অঙ্কুশের সঙ্গী ঐন্দ্রিলা নয় বরং নতুন অতিথি। অভিনেতা নিজেই নিজের ইনস্টাগ্রামে নিজের এই লং ড্রাইভের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুড খোলা নতুন গাড়িতে বসে রয়েছেন অঙ্কুশ। আর হাত স্টিয়ারিংয়ে। রাতের বেলায় মহানগরের ফাঁকা রাস্তায় হু হু করে ছুটে চলেছে সেই গাড়ি।

শুধু কি ছুটছে সঙ্গে অঙ্কুশের ঠোঁটে বেজে উঠেছে ‘পরদেশ’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে দিল দিওয়ানা’। সত্যি অভিনেতার দিল দিওয়ানা। তবে কার জন্য ঐন্দ্রিলা না অন্য কেউ? অঙ্কুশের পরিবারের এই ‘নতুন অতিথি’ আর কেউ নন তিনি হলেন অঙ্কুশের নতুন গাড়ি। কিছুদিন আগে এই গাড়ি কিনে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেদিন অবশ্য অভিনেতার পাশে ছিলেন তাঁর মনের মানুষ আর প্রিয় বন্ধু বিক্রম আর পরিবার। নতুন গাড়ির সাথে সবার একসাথে একগুচ্ছ ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা।

তবে গতকাল এই নতুন গাড়ি চালাতে চালাতে সোনু নিগমের গাওয়া সেই গানের সঙ্গে ঠোঁট মেলানোর অঙ্কুশের এই ভিডিও ইতিমধ্যেই ২৯ হাজারের বেশি অনুগামী ভালোবাসা জানিয়েছেন। হু হু করে ভাইরাল হয় অঙ্কুশের এই কলকাতার নৈশ রাইডিং। অঙ্কুশ নিজের এই অতিথির নামকরণ ও করেছেন। নাম দিয়েছেন বিউটিফুল। অভিনেতার এই বিউটিফুল দেখতে বেশ খাসা। গ্লেশিয়ার সিলভার রঙা এই গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা! অবশ্য অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা এই বিউটিফুলের নাম দিয়েছেন সতীন। তবে এই মিষ্টি সতীনকে বেশ পছন্দ অভিনেত্রীর।

প্রসঙ্গত, সম্প্রতি দেবের আসন্ন ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন অঙ্কুশ। শুটিং শেষে ভ্যানিটি ভ্যানের ভিতর ‘সুইটহার্ট’ বন্ধু দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘আমাদের ‘কিশমিশ’ মুহূর্ত। ছবির অংশ হতে পেরে আমি খুশি।সবসময় তোমার প্রতি আমার ভালোবাসা রইল, ভাই’। অন্যদিকে একই ছবি শেয়ার করে বন্ধুকে ভালোবাসা জানিয়েছেন দেব। এছাড়াও অঙ্কুশ আর শুভশ্রী প্রায় ৬ বছর পর বাবা যাদবের বন্ধ হয়ে যাওয়া নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন।