কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আবারো বাড়তে চলেছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই তিনটি জেলা হল পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা।
অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছিল গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি হলেও এবার কমতে শুরু করবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দুটিতাপমাত্রা স্বাভাবিকের থেকে 1° কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ। অন্যদিকে গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছিল 22 মিলিমিটার। আজকেও মোটামুটি আবহাওয়া এ রকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী দুদিন উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। এতদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল। কিন্তু আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং এ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই পাঁচটি জেলায়। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কয়েক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। যেহেতু মৌসুমী অক্ষরেখার ক্রমশ উত্তর থেকে সরে গিয়ে দক্ষিণ দিকে নামতে শুরু করেছে, উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমেছে। অন্যদিকে, আগামীকাল থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।