Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dia Mirza: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরল আভ্যান, প্রথম বার সন্তানের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করলেন দিয়া

চার মাস আগেই প্রথমবার মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ভালোবেসে ছেলের নাম রাখেন আভ্যান আজাদ। ছেলের জন্মের দুমাস পরই…

Avatar

By

চার মাস আগেই প্রথমবার মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ভালোবেসে ছেলের নাম রাখেন আভ্যান আজাদ। ছেলের জন্মের দুমাস পরই সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে সুখবর শেয়ার করেন। ছেলের হাতের মুঠোয় নিজের আঙুলের ছবি পোস্ট করে ছেলে হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। অভ্যান প্রিম্যাচিউর হওয়াতে কিছু শারীরিক সমস্যার কারণে হঠাৎ করে সিজার করার প্রয়োজন হয় অভিনেত্রীর। তাই অভ্যানের জন্মের পর তাকে রাখা হয়েছিল নিওনেটাল আইসিউতে ডাক্তারদের তত্ত্বাবধানে। তাই দুমাস কোনো কথা বলেননি।

সন্তানের জন্ম দেওয়ার চার মাস পরে প্রথম বার আভ্যানের সাথে ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা। ‘প্রি-ম্যাচিওরড’ সন্তানের জন্ম দেওয়ায় জন্মের পরেই ছেলেকে প্রায় দু’মাস নিউবর্ন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই একরত্তি আজ নিজের মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। এমনই ছবি প্রকাশ করলেন দিয়া। এদিন দিয়ার পরনে ঢিলেঢালা কাফতান। তবে ছবিটি পেনসিল স্কেচের করা একটা ছবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবির নীচে ক্যাপশানে দিয়া লিখেছেন, ”আমাদের গল্পটা অভ্যানের সঙ্গে সবে শুরু হয়েছে।” আর এই পোস্টে চিকিৎসক, নার্স, পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। লিখেছেন, অবশেষে ৪ মাস পর বাড়ি এসেছে  অভ্যান। সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক সময়, ঠিক চিকিৎসার কারণে অভ্যান আজ সুস্থ। নিজের সন্তানের উদ্দেশ্যে  অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমাদের নমনীতা, অনুগ্রহ এবং প্রার্থনা করার শক্তির কথা শিখিয়েছ। আশীর্বাদ করি ভালো থাকো। তুমি আমাদের সকলকে সম্পূর্ণ করেছ।’ এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, বৈভব রেকির সাথে ২০২০ সালে ডেট করা শুরু করেন। ২০২১ সালে নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী দিয়া মির্জা ও বৈভব রেখি। তবে খুব জাঁকজমক করে নয়,বরং বাড়ির সদস্য আর নিজের খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে বিয়ে। মহিলা পুরোহিতের আশীর্বাদ নিয়ে বিয়ের গাঁটছাড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের দেড় মাসের মাথায়
গত ১ এপ্রিল সোস্যাল পোস্ট করে সকলকে নিজেরঅন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

About Author