একতা কাপুরের হাত ধরেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে মানব-অর্চনা চরিত্রের মধ্যে দিয়েই সুশান্ত আর অঙ্কিতা টেলিভিশন জগতে নায়ক-নায়িকা হিসেবে অভিষেক করেন। আর দুজনে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। এই ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই মানব আর অর্চনার মতোই বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। কিন্তু দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের, তারপরেই ‘পবিত্র রিস্তা’ র অন্ত ঘটে।

কিন্তু সম্পর্ক ভাঙলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল৷ এর মাঝেই গত বছর সুশান্ত না ফেরার দেশে পাড়ি দেন। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় এক বছরের বেশী সময় হয়ে গেল , সুশান্ত চলে গিয়েছেন না ফেরার দেশে। আজ ৭ বছর অতিক্রান্ত হয়েছে তাই দর্শকমনে ফের একবার সেই পুরনো স্মৃতিকে আরো একবার চাঙ্গা করতে এবং প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ডিজিটাল প্লাটফর্মে শুরু হয়েছে ‘পবিত্র রিশতা ২’। প্রথমে অঙ্কিতা সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়লেও এখন নিজেকে সামলাচ্ছেন। সুশান্তের সাথে ব্রেক আপের পর অভিনেতা সুশান্তের জীবনে অনেক প্রেমিকা এসেছিল। তাঁদের সঙ্গে সম্পর্কে জড়ালেও শান্তি পাননি অভিনেতা। অন্যদিকে অঙ্কিতা মুভ অন করে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে চুটিয়ে প্রেম করতে শুরু করেছিলেন।
সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক ভিকির সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আর যা দেখে, নেট-নাগরিকদের মনে প্রশ্ন, গোপনে কি বিয়েটা করেই নিয়েছেন অঙ্কিতা! তিন বছরের বেশি সময় ধরে একে-অপরের সঙ্গে আছেন এই লাভ বার্ডস। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে অঙ্কিতা সেজেছেন গোলাপি শাড়ি আর কানে ঝোলা দুল আর ভিকির পরনে রয়েছে গোলাপি পাঞ্জাবি। এই ছবিতে দুজনের ঠোঁটে ঠোঁট আর রঙমিলান্তি।
এদিন ওই ছবির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন,’ভগবান তোমার জন্য যে ভালবাসার গল্প লেখেন সেই গল্পকে হেলাফেলা কোরো না। তুমি যা চাইছ, যা কল্পনা করেছ তার চেয়েও অনেক বেশি তিনি তোমায় দেবেন।’ অঙ্কিতাকে হাসিখুশি দেখে বেশ খুশি তাঁর ফ্যানেরা। একজন লিখেছেন, ‘তোমার খুশি থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভগবান তোমাদের মঙ্গল করুন ভিয়াঙ্ক’। আর এই ছবি দেখেই প্রশ্ন জেগেছে অনেকের কি কি চুপিচুপি বিয়ে করলো। মাঝে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনেত্রী ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য জয়পুর বেছে রেখেছেন। তাহলে কি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই উত্তর পাওয়া না গেলেও ভিয়াঙ্কের এই ছবি বেশ ভালোই ভাইরাল।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases