Khyaal Rakhya Kar: নেহার বেবি বাম্প দেখে শুভেচ্ছা জানিয়ে শাশুড়ি মা লিখেছিলেন ‘সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল ‘!

স্বামী স্ত্রী দুজনেই বেশ বলি ইন্ড্রাস্টির বড় সঙ্গীতশিল্পী। এরা আর কেউ নন নেহা কক্কর আর রোহনপ্রীত সিং। গত বছর ২৪ অক্টোবর বেশ ধুমধাম করে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা…

Avatar

By

স্বামী স্ত্রী দুজনেই বেশ বলি ইন্ড্রাস্টির বড় সঙ্গীতশিল্পী। এরা আর কেউ নন নেহা কক্কর আর রোহনপ্রীত সিং। গত বছর ২৪ অক্টোবর বেশ ধুমধাম করে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। করোনা পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তারকারা সেভাবে নিমন্ত্রণ করতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলেন অনেক ভালোবাসা। বয়সে রোহনপ্রীত নেহার থেকে ছোট হলেও এদের ভালোবাসা দেখার মত।

Khyaal Rakhya Kar: নেহার বেবি বাম্প দেখে শুভেচ্ছা জানিয়ে শাশুড়ি মা লিখেছিলেন 'সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল '!

বিয়ের পর মাস ধরে এই লাভ বার্ডস মধুচন্দ্রিমা পর্ব সারেন দুবাইতে। এরপর মন দিয়ে সংসার করছেন সাথে নিজেদের নতুন গানের অ্যালবাম আর তিনি ও তার স্বামী রোহনপ্রীত সিং। বিয়ের পর একের পর এক হিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন নেহা। সম্প্রতি কপিলের শোতে এসে হাজির হয়েছিলেন গায়িকা নেহা কক্কর। তবে এবার রোহনের সাথে না ইন্ডিয়ান আইডলের ৬ ফাইনালিস্ট আর ভাই টনি কক্করের সাথে। নিজের নতুন গান কাঁটা লাগা গানের প্রচার করতে।

এই শোতে এসে নেহা ফাঁস করেন তাঁর শাশুড়ির সাথে কাটানো কিছু মজার কথা। গত বছর ডিসেম্বর মাসে স্বামী রোহনের সাথে ‘খায়াল রাখখা কর’ গানের মিউজিক ভিডিও বেশ ভাইরাল হয়। এই গান মুক্তির আগে প্রচারের জন্য নেহা নিজেরবেবি বাম্পের খবর শুনে খুনসুটি করেছিলেন। সকলে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে নেহার সেই ছবি দেখে সকলে মতো তাঁর শাশুড়ি মাও ব্যক্তিগত ভাবে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছিলেন। 

নেহা বলেন, ‘সত্যি বলতে যখন গানটা আসছিল, খায়াল রাখখা কর, তখন তাঁর শেয়ার করা ছবির মধ্যেই তাঁর পেট দেখে মাম্মি জি বলেন, বেটা সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? তখনই তিনি বললেন, মাম্মি জি, তুমি অন্তত এমন বলো না। তুমি তো সব জানো। আমাদের সদ্য বিয়ে হয়েছে। সবে দেখা হয়েছে আমাদের’। নেহা এই এপিসোডে আরও বলেন, কেউ কেউ তো ভেবে নিয়েছিল তিনি এবং রোহনপ্রীত তড়িঘড়ি বিয়ে করেছেন কারণ তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তাই।

Khyaal Rakhya Kar: নেহার বেবি বাম্প দেখে শুভেচ্ছা জানিয়ে শাশুড়ি মা লিখেছিলেন 'সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল '!

উল্লেখ্য, গত বছর অগস্টে নেহা এবং রোহপ্রীতের প্রথম পরিচয় হয়। একটি সিঙ্গেলস গানের ভিডিও শ্যুট করতে গিয়ে। নাম ‘নেহু দ্য বিহা’। এরপরই একে অপর ভালো বন্ধু হয়। এরপর আরও কাছাকাছি চলে আসেন নেহা এবং রোহনপ্রীত। তারপরেই গত বছর সকলকে চমকে দিয়ে অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।  আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রোহনপ্রীতের নতুন সিঙ্গেল ‘পিনে লাগা হো’ মুক্তি পায়। মিউজিক ভিডিয়োর নির্দেশনার দায়িত্বে আছে নেহা কক্কর। এই ভিডিয়োতে নেহা এবং জেসমিন ভাসিন আর রোহনপ্রীতকে দেখা যাবে।