সুরজিৎ দাস: ভারতীয় প্রধানমন্ত্রী কে এদিন কড়া ভাষায় আক্রমণ করে বসলেন প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক তথা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার সইদ আফ্রিদি। করাচী তে পাকিস্তানি সেনা বাহিনীর একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর পোশাকে উপস্থত ছিলেন আফ্রিদি সেই অনুষ্ঠান থেকেই ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কে আক্রমণ করলেন আফ্রিদি। এদিন সাংবাদিক দের প্রশ্নে আফ্রিদি বললেন ‘পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ এই দেশ কোনোদিন ঝামেলা চায় না বার বার পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারত কে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আবেদন জানিয়েছেন কিন্তু ভারতের প্রধান মন্ত্রী সে বিষয়ে কোনো আগ্রহ দেখান নি।
ভারতেও অনেক শান্তিপ্রিয় ও শিক্ষিত মানুষ আছে নরেন্দ্র মোদীর উচিৎ সেই সব জনগণের পরামর্শ নেওয়া ও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা।’ তিনি আরও বলেন পাকিস্তানের মানুষ দের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকা দরকারেই দুঃসময়ে এবং তিনি ও তার পরিবার পাকিস্তান ও পাক সেনার প্রতি আনুগত্য সেটাও বলেন এদিন আফ্রিদি। উল্লেখ্য এর আগেও ৩৭০ ধারা নিয়ে বারবার বিষ্ফোরক মন্তব্য করেছেন আফ্রিদি এমন কি তার সাথে গৌতম গম্ভীরের ট্যুইট তরজাও জমে উঠেছিলো কিন্তু এদিন প্রকাশ্য মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী কে নিয়ে এরূপ মন্তব্যে নিন্দার ঝড় বইছে নেট দুনিয়ায়।