Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bikram Chatterjee: কেরিয়ারে নতুন মাইল ফলক, বলিউডে অভিষেক করছেন বিক্রম!

Updated :  Wednesday, October 13, 2021 5:49 AM

বাংলার দর্শকরা প্রায় সকলেই বিক্রম চট্টোপাধ্যায় নামটার সঙ্গে বেশ পরিচিত। অনেক রমনীর বং ক্রাশ বললেও কম হবে। ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ তিনটিতেই দক্ষতার সাথে অভিনয় করেছেন। ইতিমধ্যে পর পর বেশ কয়েকটা ভালো প্রজেক্টে কাজ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘তান সেনের তানপুরা’। আর এটি ছিল বিক্রমের প্রথম ওয়েব দুনিয়াতে কাজ।

কিছুদিন আগে হইচই থেকে জানানো হয়েছে,’রুদ্রবীণার অভিশাপ’ নামক মিউজিক্যাল থ্রিলারে অভিনয় করবেন বিক্রম। এর মাঝেই নলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। দূর্গাপুজোর সপ্তমীর দিন নিজের প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করে অনুরাগীদের সুখবর দিলেন বিক্রম। তাঁর এই সাফল‍্যে খুশির জোয়ার নেটমহলে। কোন্ ছবি দিয়ে বলিউডে পা রাখছেন তিনি?

ছবির নাম ‘মেমোরি এক্স’। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন বিক্রম। সাইকোলজিক‍্যাল রোম‍্যান্টিক ঘরানার মোড়কে এই ছবি বানানো হয়েছে। ভারতে নাকি এমন ঘরানার ছবি এই প্রথম। স্বাভাবিক ভাবেই এমন একটি ছবিতে কাজ করতে পেরে বেশ আনন্দে উচ্ছ্বসিত বিক্রম। সপ্তমীর দিন সোশ‍্যাল মিডিয়ায় ডেবিউ ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা।

তিনি লিখেছেন, ‘প্রথম গুলো সবসময় স্পেশ‍্যাল হয়। আমার প্রথম হিন্দি ছবি মেমোরি এক্স এর টিজার পোস্টার প্রকাশ করছি। তথাগত মুখার্জির লেখা এবং পরিচালিত ভারতের প্রথম সাইকোলজিক‍্যাল রোম‍্যান্স। ছবিতে অভিনয় করছেন বিনয় পাঠক ও স্মৃতি কালরা, প্রযোজনায় আছেন অভিনব ঘোষ, তানিয়া মুখার্জি, তথাগত এবং দেবলীনা প্রোডাকশনস। ভালবাসা ও আশীর্বাদ দেবেন। শুভ সপ্তমী।’ অভিনেতার এই নতুন জার্নির কথা জানতে পেরে অনুগামীরাও খুব খুশি। অনুগামীরাও অভিনেতার নতুন পথচলাতে শুভেচ্ছা জানালেন।