দেশনিউজ

এনআরসি নিয়ে উদ্বিঘ্ন লক্ষ লক্ষ মানুষ! কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? জল্পনা গোটা দেশজুড়ে

Advertisement

গত ৩১ আগস্ট শনিবার বের হয়েছে জাতীয় নাগরিকপঞ্জির চুড়ান্ত তালিকা। তার জেরেই চিন্তার ভাঁজ অসমের লক্ষ লক্ষ মানুষের। জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে এক মুহূর্তে দেশহীন নাগরিক বলে চিহ্নিত হয়ে যাবেন। কিন্তু অনেক মানুষের নাম বাদ পড়েছে, যারা অনেক সময় ধরে অসমে বসবাস করেন। শুধু অসম নয়, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা ইত্যাদি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছেন তারাও এনআরসি জুড়ে উদ্বিঘ্ন।

১৯ লক্ষের বেশি মানুষ দেশহীন। এদের অনেকেই বাংলাভাষী। অভিযোগ, তারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে বসবাস করছিলেন। অথচ এই দেশহীনদের কোনোভাবেই গ্রহণ করবেনা বাংলাদেশ সরকার, তা আগেই দ্বিপাক্ষিক বৈঠক করে জানিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার। এখন একটাই প্রশ্ন, এতসব আইনগত জটিলতা কাটিয়ে যারা নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারবেননা, তাদের কোথায় ঠাঁই হবে? তার দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ।

Related Articles

Back to top button