দিন যত যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। বাস, ট্যাক্সির ভাড়া বেড়েই চলেছে। অনেকে নিজের গাড়ি চালাতে ভয় পাচ্ছে পেট্রোল ডিজেলেত দাম দেখে। অনেকের ভরসা এখন কলকাতা মেট্রো। এর মাঝেই ফের ভাড়া বাড়লো মেট্রোর। করোনার জন্য এখন মেট্রোতে থেকে উঠতে গেলে আপনার স্মার্ট কার্ড থাকতেই বাধ্যতামূলক। এবার এই স্মার্ট কার্ড এর পেছনে আপনার খরচ করতে হবে অনেক টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএতদিন আপনাকে কলকাতা মেট্রোতে স্মার্ট কার্ডের জন্য নূন্যতম আদিতে হত ১০০ টাকা। এখন তার পরিবর্তে আপনাকে একশো কুড়ি টাকা দিতে হবে মেট্রোর স্মার্ট কার্ডের জন্য। অর্থাৎ আপনাকে মেট্রো তে উঠতে গেলে এখন অতিরিক্ত কুড়ি টাকা করে খরচ করতেই হবে। আর এই কার্ডের ভাড়া বাড়বে আগামী রবিবার থেকে। তবে আরেকটি সুবিধা আপনি পাবেন। আগে মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে মিলত ৬০ টাকা। এখন মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে যাত্রীরা পাবেন ৮০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনি একটু হলেও লাভবান হচ্ছেন।
গত বছর করোনার কারণে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করে হয়ে যায়। তারপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা খুলে দেওয়া হয়। প্রাণ ফিরে পায় তিলোত্তমা। এখন ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলার অনুমতি দেওয়া হয়েছে মেট্রোকে। এই সময় বহু অফিস যাত্রীরা ব্যবহার করছেন মেট্রো পথ তবে কোনো টোকেন দেওয়া হচ্ছে না। সকল যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করেই চলাচল করতে হচ্ছে।