Dev: ঘাটালের দুঃস্থ পড়ুয়ার পাশে সাংসদ দেব, ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন অভিনেতা

দেব একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দায়িত্বশীল সাংসদ তা ফের প্রমাণিত হল৷ এবার নিজের নির্বাচনী এলাকা ঘাটালে এক দুঃস্থ পড়ুয়ার পাশে এসে দাঁড়ালেন সাংসদ দেব । সেই দুঃস্থ…

Avatar

By

দেব একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দায়িত্বশীল সাংসদ তা ফের প্রমাণিত হল৷ এবার নিজের নির্বাচনী এলাকা ঘাটালে এক দুঃস্থ পড়ুয়ার পাশে এসে দাঁড়ালেন সাংসদ দেব । সেই দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার সুবিধার জন্য ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। মহকুমা শাসকের অফিস থেকে ল্যাপটপটি দেওয়া হল ওই পড়ুয়াকে।

জানা গিয়েছে, ঘাটালের  রঘুনাথপুর গ্রামের বাসিন্দা হলেন সুমন মুদি। স্থানীয় বীণাপাণি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। স্কুলের পড়ার ফাঁকেই ইঞ্জিনিয়ারিং-র ডিপ্লোমা কোর্সও করছে সুমন। তবে সুমনের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। পড়ুয়ার বাবা দিনমজুরের কাজ করেন আর সুমনের এই নির্দিষ্ট কোর্সের পড়াশোনা চালানোর জন্য প্রয়োজন ছিল একটি ল্যাপটপের। কিন্তু এই ল্যপটপ কেনার অর্থ ছিলনা। তাই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ  বিকাশচন্দ্র কৌরের কাছে সুমন এই ল্যাপটপ কিনে সেওয়ার আবেদন করেছিল সুমন। যথাসাধ্য সাহায্যও করেছেন তিনি।

Dev: ঘাটালের দুঃস্থ পড়ুয়ার পাশে সাংসদ দেব, ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন অভিনেতা

এদিকে সুমনের কথা শোনার পর চুপ করে বসে থাকেননি ঘাটালের সাংসদ দেব স্বয়ং। তাই তিনি সুমনের পড়ার কোনো ক্ষতি না হয় তাই দ্রুত একটি ল্যাপটপের ব্যবস্থা করে দেন তিনি। মঙ্গলবার ঘাটালে মহকুমাশাসকের দফতরে থেকে সেই ল্যাপটপ হাতে পেল সুমন। অবশ্য এই দিন দেব উপস্থিত ছিলেন না। তবে, তার স্বপ্নপূরণের সাহায্য করার জন্য তারকা-সাংসদকে ধন্যবাদ জানিয়েছে দ্বাদশ শ্রেণির পড়ুয়াটি।

উল্লেখ্য,এই প্রথম নয়, করোনা দুবছর ধরে এ রাজ্যের অনেক মানুষের প্রাণ কেড়েই চলেছে। আগের বছরের থেকে এবছর করোনা ছিল বেশী প্রাণঘাতী। করোনার প্রথম স্টেজের মতো দ্বিতীয় পর্যারে অসহায় পরিবারের ত্রাতা হয়ে উঠেছিলেন অভিনেতা-সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা,কোভিড রুগীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা, এমনকি ডেবরার নিজস্ব অফিসকে আইসোলেশন সেন্টারে পরিণত করেছিলেনক, রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স, অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করেছিলেন দেব।