Adrit Roy: গিটার হাতে পাক ব্যান্ডের গান গাইলেন মিঠাইয়ের ‘সিডিবয়’! সুখবর দিলেন আদৃত
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়কদের মধ্যে আদৃত রায় একজন। ঘড়িতে রাত ৮টা বাজলে আদৃতকে আমরা রোজই টিভির পর্দায় দেখতে পাই। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মিঠাই’ ধারাবাহিকের সিদ্ধার্থ মোদক ওরফে উচ্ছেবাবুর চরিত্রে। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের এই নায়ক কেরিয়ারের শুরুটা কিন্তু করেছিলেন রুপোলি পর্দার সিনেমা দিয়ে। ‘নূর জাহান’ দিয়ে অভিনয় জগতে পা রাখা। এরপর একের পর এক সিনেমাতে অভিনয় করেছেন। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘লকডাউন’। আর এই সিনেমাতেও তাঁর অভিনয় বেশ প্রশংসা পায়।
মিঠাই-এর ‘উচ্ছেবাবু’ কুল লুক বাড়িয়ে দেন কয়েক হাজার তরুণীর হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি আদৃত গানেও এক্সপার্। হ্যাঁ, এই হ্যান্ডসাম নায়কের মিষ্টি গানের গলায় মুগ্ধ অনেক রমণী। ধারাবাহিক হোক বা রিয়েল লাইফ, আদৃতের গানে ঘায়েল করে বহুজনকে। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অভিনেতার চেয়ে গায়ক হতে চেয়েছিলেন। এখন এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি ‘পোস্টার বয়েজ’ নামের এক ব্যান্ডের লিড গায়ক আদৃত। তবে তাঁর অন্যতম পছন্দের ব্যান্ড হল ‘স্ট্রিংস’। চলতি বছর মার্চেই এই ব্যান্ড ভেঙে গিয়েছে।
বিলাল মকসুদ এবং ফয়জল কাপাডিয়া-র এই ব্যান্ড নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের মনের খুব কাছের। সেই লিস্টে রয়েছেন আদৃতও। এই বুধবার পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-এর সুপারহিট গান ‘দূর’ নিজের গিটার হাতে গুনগুন করলেন আদৃত। শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল পরনে হলুদ শার্ট, ব্লু প্যান্ট, গিটার হাতে প্রেমের গান গাইছেন আদৃত। আর অন্য ভিডিয়োর মতো এই ভিডিও নিঃসন্দেহে অভিনেতার সকল অনুরাগীদের মনের ধুকপুকানি বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।
শুধু গান গাইলেননা পাশাপাশি এই ভিডিয়োতে আরো একটি সুখবরও শেয়ার করে নিয়েছেন আদৃত। সুখবর হল, আগামী ১৮ই ডিসেম্বর কলকাতার এক নামজাদা রেস্তোরাঁয় লাইভ পারফর্ম করবে তিনি আর তাঁর ব্যান্ড। আর পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-কে সম্মান জানাতেই এই কনসার্ট। গত এপ্রিল মাসে এই লাইভ কনসার্টের পরিকল্পনা করেছিল ‘পোস্টার বয়েজ’ ব্যান্ড। তবে আদৃতের বাকি চার ব্যান্ড সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাতিল করতে হয় শো। অবশেষে ৮ মাস পর ফের একবার স্ট্রিংস এর নানান গানের সমাহার নিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে তৈরি আদৃত ও ‘পোস্টার বয়েজ’।
উল্লেখ্য, ‘ধানি’, ‘দূর’-এর মতো জনপ্রিয় মিউজিক অ্যালবাম সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে স্ট্রিংস। এমনকি বলিউডের ছবির জন্যও ‘ইয়ে হ্যায় মেরি কাহিনি’, ‘আখরি অলভিদা’র মতো গান কম্পোজ করেছে এই পাকিস্তানি রক ব্যান্ড। স্ট্রিংস-এর এই আইকনিক গান আদৃতের গলায় শুনতে উত্তেজিত অনুরাগীরা। অনেকে প্রশংসা করেছেন অভিনেতার গানের। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।