এবছর জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধতে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা।
এখন এই গানের প্রতিযোগিতার বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী। তাই জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোক মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। রবিবার গ্ অনন্যার গান ফের মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। শুধু তিন বিচারক নয় অনন্যার গানে মুগ্ধ হয়েছেন বাপ্পি লাহিড়ীকে।
এই সপ্তাহে ফের নিজের গানের প্রতিভা নিয়ে হাজির। এবারে শুধু গান গেয়ে থেমে থাকলেননা।নিজের গানে জুরি থেকে বিচারকদের নাচিয়ে ছাড়লেন বঙ্গতনয়া। এই সপ্তাহে সারেগামাপার মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদিত নারায়ণ।এদিন বঙ্গ তনয়া পাঞ্জাবি সাজে মাথায় পাগড়ি পড়ে স্টেজে গান গেয়ে আগুন ধরালেন। ‘গদ্দার এক প্রেম কথা’ সিনেমার উদিত নারায়ণের গাওয়া জনপ্রিয় গান ‘মে নিকলা গাড্ডি লেকে’ গান গাইলেন। অনন্যার গান শুনে জুড়ি থেকে উদিত নারায়ণ মুগ্ধ। এমনকি গানের শেষে অনন্যার সাথে গলা মেলালেন তিনি। তিন বিচারক হিমেশ, শঙ্কর, আর বিশাল অনন্যার গানের প্রশংসা করেছেন। এই ভিডিও দেখে অনুগামীরা অনন্যাকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই গানের ভিডিও।