Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই খুদে গায়িকা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Updated :  Sunday, December 5, 2021 6:41 AM

সোশ্যাল মিডিয়ায় কোনকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি মানুষকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তাহলে সেটি নেটদুনিয়ায় ভাইরাল হবেই। প্রতিদিন প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে এমন খুব কম ভিডিওই থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। যা দেখলে মানুষ থেমে যান দু’দণ্ড। কিছুক্ষণের জন্য হলেও ভিডিওটি নিয়ে চিন্তা করেন তারা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আমাদের প্রত্যেকের চারপাশে এমন অনেক খুদে প্রতিভারা রয়েছে যাদের প্রতিভা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। সম্প্রতি তেমনি এক খুদের গান শুনে প্রশংসার বন্যা বইলো নেটদুনিয়াতে। নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি একরত্তি মেয়েটিকে সকলের চেনা পরিচিত ‘মানিকে মাগে হিঠে’ গানটি গাইতে শোনা গিয়েছে। তার গাওয়া গানের পাশাপাশি তার মিষ্টি হাসিতেও মন ভরেছে সকলের। তার গান শুনে নেটনাগরিকদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। এই বয়সে মাইকের সামনে দাঁড়িয়ে এমন অবলীলায় গান গেয়ে দেওয়া খুব সহজ কাজ নয়। এই মুহূর্তে এই ভিডিও মন কেরেছে অনেকেরই। আবারো ‘মানিকে মাগে হিঠে’ গানটি এই একরত্তির হাত ধরে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে তরুণী শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির কন্ঠে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিঠে’ গানটি। রীতিমতো এই গান শুনতে আসক্ত হয়ে পড়েছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতো বটেই আমাদের আশেপাশে বহু জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছিল এই গানটি। শুধুমাত্র ভারতেই নয়, আরও বিভিন্ন দেশে ভাইরাল ছিল এই গানটি। এই গানের হাত ধরেই সকলের মধ্যে পরিচিতি পেয়েছেন এই শ্রীলঙ্কান গায়িকা। ইতিমধ্যেই বলিউডের একটি ছবিতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। স্বপ্নপূরণ হয়েছে তার। দেশ-বিদেশের পাশাপাশি ভারতেও একাধিক লাইভ পারফর্ম্যান্স ইতিমধ্যেই করে ফেলেছেন ইয়োহানি।