Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: শীতের দুপুরে মনের আনন্দে স্নান করতে ব্যস্ত ছোট্ট বাঁদরছানা! একরত্তির কীর্তিকলাপ ভাইরাল নেটদুনিয়ায়

Updated :  Tuesday, December 28, 2021 10:46 PM

সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে মানুষের অন্যতম বিনোদন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব হয়ে উঠেছে এক জনের ট্যালেন্ট হাটের। এই সব সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন অসংখ্য খবর পাওয়া যায় তেমনই দেশের নামী অনামী বহু প্রতিভার খোঁজ পাওয়া গেছে। শুধু তাই নয় একজনকে দেখে আরো বাকি পাঁচজন অনুপ্রাণিত হচ্ছেন এগিয়ে আসছেন এই প্লাটফর্মে। নিজেদের সুপ্ত ইচ্ছা গুলি পরিপূর্ণ করে তুলছেন। ছোট থেকে বড় কেউ বাদ নেই এই তালিকা থেকে।

আট থেকে আশির সকল মানুষের নজর কাড়ার অসম্ভব ক্ষমতা রয়েছে আজকের এই সোশ্যাল মিডিয়ার। অতি সাধারণ ঘটনার চেয়ে অসাধারণ ঘটনাগুলি সবার আগে নজর কাড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়া কেবল যোগাযোগ মাধ্যম হিসেবে সীমাবদ্ধ নেই মনোরঞ্জনের কেন্দ্র হয়ে উঠেছে এটি। অনেকে ভবিষ্যত প্রজন্মকে শিক্ষা দেয় অনেক কিছু।তবে অনেকেই নিজের ব্যক্তিগত গুণাবলী প্রকাশ্যে আনতে পারছে এর মাধ্যমে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে পশুপাখিরাও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়।

ছোট ছোট বাঁদর ছানাদের নানান রকম কীর্তিকলাপ আমরা দেখতে পাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বানরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ছোট্ট বানরছানা, দিব্যিই স্নান করছে। এই ঠান্ডায়মাথায় জল পরতেই তার চোখ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আরামের ঠেলায়। আবার
মাঝে মধ্যে আদুরে ভঙ্গিতে চোখ পিটপিট করছে। বাদরছানার এই মিষ্টি ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। বহু অনুগামী বাদরছানাকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই বাদর ছানার ভিডিও।