ভাইরাল & ভিডিও

Viral: সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন! অসাধারণ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পরিযায়ী শ্রমিক

Advertisement

বর্তমান যুগে দাঁড়িয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য সবথেকে সহজসাধ্য মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। যার সাহায্যে সকলেই নিমেষের মধ্যে নিজের প্রতিভাকে একইসাথে তুলে ধরতে পারেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রতিভা থাকলে তা সকলের সামনে উঠে আসবেই। এই কথা আবারও প্রমাণ হল। কাঁচা বাদামের পর এবার এক পরিযায়ী শ্রমিকের কন্ঠে ভাইরাল হল মালায়ালাম গান। সম্প্রতি তার কন্ঠে মুগ্ধ হয়েছেন অনেকেই।

মুর্শিদাবাদের এক যুবক মাসাদুল শেখ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন কেরালায়। সেখানে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন সেখানে সবথেকে বড় বাধা হল ভাষা। সেখান থেকে বই কিনে মালায়ালাম ভাষা অক্ষর চিনে এবং তার বন্ধু-বান্ধবদের সাথে কথা বলে শিখে নেন সেই ভাষা। এরপর সেখানকার ভাষায় একটি গান গিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছিলেন মাসাদুল। শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছিল তার সেই গানের ভিডিও। তার মিষ্টি কন্ঠে মালায়লাম ভাষায় সেখানকার গান শুনে রীতিমতো মুগ্ধ কেরালার সমস্ত বাসিন্দারাও। মুগ্ধ হয়েছেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা পাকরু, প্রজোদ এবং সাজুর মত একাধিক জন।

 

এমনকি মাসাদুল কেরালার বিনোদন চ্যানেল ফ্লাওয়ার টিভির একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেও এই গানটি গেয়েছেন। এমনকি এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডেও পৌঁছে গিয়েছেন তিনি। সম্প্রতি বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মাসাদুল এখন মুর্শিদাবাদে তার এলাকার স্টার। তার এলাকা এবং বাড়ির লোকের তরফ থেকে জানানো হয়েছে সে বাড়িতে ফিরলে বড় করে অনুষ্ঠান করে তাকে স্বাগত জানানো হবে।

 

উল্লেখ্য, ডোমকলের বাসিন্দা মাসাদুল। সেখানকার বিধায়ক জাফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিভা কখনো চাপা থাকেনা তার প্রমাণ মাসাদুল নিজেই। যদি কারোর প্রতি বাধাকে তাহলে সে সকলের সামনে উঠে আসবেই। মাসাদুলের পরিবারের সদস্যদের কাছে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন বিধায়ক। এমনকি সে ফিরলে তাকে ভালভাবে অভ্যর্থনা জানানো হবে তাও জানান তিনি।

Related Articles

Back to top button