Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বছর ১৪ আগে রানী মুখার্জীকে জোর করেই বাজেভাবে চুম্বন দিয়েছিলেন সাইফ আলি খান

Updated :  Tuesday, January 11, 2022 7:26 AM

বলিউডে বড়পর্দার জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম সেরা অনস্ক্রিন জুটি হল রানী মুখার্জ্জী ও সাইফ আলি খান। বড়পর্দায় তাদের রসায়ন বেশ পছন্দ ছিল দর্শকদেরও। তারা একসাথে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ‘হাম তুম’, ‘তারা রাম পাম’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন এই জুটি। গতবছরের শেষেই ‘বান্টি অর বাবলি ২’তে আবারো একইসাথে দেখা মিলেছে তাদের। এই ছবির প্রোমোশনের সময় একটি ইউটিউব চ্যানেলে এসে কথা বলার সময় ‘হাম তুম’ ছবির কথা উঠে আসতেই জানা গিয়েছে সাইফ আলি খান ছবিতে রীতিমতো জোর করেই চুম্বন করেছিলেন রানী মুখার্জ্জীকে। তিনি একেবারেই রাজি ছিলেন না এতে।

এই জুটির অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘হাম তুম’। এই ছবিতে চুমুর দৃশ্য করতে একেবারেই রাজি ছিলেন না তিনি। সেকথা জানিয়েছিলেন সাইফ আলি খানকে। কিন্তু তিনি অভিনেত্রীর কথা মেনে নিতে রাজি হননি তিনি। তিনি ওই দৃশ্য করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে। শুটিং ফ্লোরে এসে অভিনেত্রী তাকে মিষ্টি কথায় বলেছিলেন তিনি যেন ডিরেক্টরকে বলে দেন তিনি এই দৃশ্য করতে চান না। অনেক চেষ্টা করেও অভিনেতাকে রাজি করাতে পারেননি রানী। তবে তিনিও অভিনেত্রীকে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি কাউকে কিছু বলতে পারবেন না। কারণ তার এই দৃশ্য করতে কোন অসুবিধা নেই।

এরপরই রানী মুখার্জ্জী বলে ওঠেন, ‘হাম তুম’ তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির দিক দিয়ে দেখতে গেলে সবথেকে জনপ্রিয় ছবি হলেও এই ছবিতে যে চুমুর দৃশ্য ছিল তা করতে তিনি একেবারেই স্বচ্ছন্দ বোধ করেননি, যার জন্য সেটি পৃথিবীর সবথেকে বাজে চুমুর দৃশ্য হয়ে রয়ে গিয়েছে। এই কথার সূত্র টেনেই অভিনেতা জানান রানী মুখার্জ্জী যেহেতু স্বচ্ছন্দ বোধ করছিলেন না, সেক্ষেত্রে তারও অস্বস্তি হচ্ছিল দৃশ্যটি করার সময় তাই ভালোভাবে হয়নি সেটি, তা নিজেরাই স্বীকার করেছেন। ‘বান্টি অর বাবলি ২’এর প্রচারে এসেই এই দুই তারকা ১৪ বছর আগেকার স্মৃতিচারণায় মেতেছিলেন।