Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mandol: কাঁচালঙ্কা হাতে নিয়েই ‘ঝাল লেগেছে’ গান গাইছেন রানু মন্ডল, হাসির রোল নেটদুনিয়াতে

Updated :  Friday, January 14, 2022 9:23 PM

ডিজিটাল এই দুনিয়াতে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই নিজের প্রতিভার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাতারাতি স্টার হয়ে যায়। বিশ্বাস না হলেও, এটাই সত্যি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই রানু মন্ডলের নাম শুনেছেন। রানাঘাটের রেলস্টেশনের ভিখারিনী থেকে মুম্বাইয়ের লাইমলাইট অব্দি তার যাত্রাপথের মূল কান্ডারী এই সোশ্যাল মিডিয়া। লতাকণ্ঠী রানু মন্ডল বর্তমানে রানাঘাটে ফিরে এলেও, তাঁর বিভিন্ন ভিডিও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।

মুম্বাইয়ের লাইমলাইটে স্টার হিসাবে বেশিদিন থাকা হয়নি রানু মন্ডলের। তাঁর অতিরিক্ত অহংকার আবারও তাঁকে ফিরিয়ে এনেছে রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে। ফের আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দিন কাটাচ্ছেন তিনি। তবে মাঝে মাঝেই তাঁর অসংলগ্ন কিছু ভিডিও তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের পাত্রী করে তুলেছে। সম্প্রতি রানু মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যাতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটজনতারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডল তার বাড়ির বাইরে বসেই একটি নাইটি এবং ওপরে সোয়েটার পরে গান ধরেছেন। হাতে কাঁচালঙ্কা নিয়ে তিনি বাংলা গান, “ঝাল লেগেছে” গেয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আসলে মাঝে মাঝেই তাঁর রানাঘাটের বাড়িতে বিভিন্ন ইউটিউবার যায় এবং তাঁর সাথে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। তেমনি এবারও একটি ইউটিউবারের সাথে হাসি ঠাট্টায় মজে গিয়ে আড্ডা দিতে দিতে তিনি এই গান গেয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই অনেকে কমেন্ট করে রানু মন্ডলের গানের গলার তারিফ করতে ভোলেননি। তার মিষ্টি গলা মন জয় করে নিয়েছে অনেকেরই। তবে একাংশ নেটিজেন রানু মন্ডলের হাতে লঙ্কা নিয়ে গান করা নিয়ে কমেন্ট করে হাসি ঠাট্টা করেছেন। তবে সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এখন রানু মন্ডলের এই ভিডিও।