Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shah Rukh Khan: মাস চারেক পর গৌরি খানকে নিয়ে সামনে আসলেন শাহরুখ, খুশি ভক্তরা

Updated :  Thursday, January 20, 2022 10:11 AM

সমস্ত ঝড় কাটিয়ে আবারো সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বলিউডের কিং খান। ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই তিনি নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন সোশ্যাল দুনিয়া থেকে। লাইমলাইট থেকেও দূরে ছিলেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকেই অভিনেতার মুখ দেখা যায়নি সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবার চার মাস পর স্ত্রী গৌরী খানের সাথে সোশ্যাল মিডিয়ার পাতায় ফিরলেন শাহরুখ খান। এই দৃশ্য দেখে খুশি ভক্তরাও।

বুধবার বলিউডের কিং খান নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে একটি ব্র্যান্ডেড কোম্পানির হয়ে বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি টিভির নতুন মডেলের অ্যাড দিচ্ছেন তিনি। এই ব্র্যান্ডের টিভির বিজ্ঞাপনে তার সাথে দেখা গিয়েছে তার স্ত্রী গৌরি খানকেও। অভিনেতা চার মাস পর এই বিজ্ঞাপনের হাত ধরেই ফিরলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তাকে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরতে দেখে খুশি হয়েছেন তার অগণিত অনুরাগীরা।

সেপ্টেম্বরে শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল কিং খানকে। তারপরেই তাদের পরিবারের ঘটে যায় এক বিরাট ঘটনা। মাদক মামলায় গ্রেফতার হন তার ছেলে আরিয়ান খান। প্রায় এক মাসের উপর তিনি জেল হেফাজতে ছিলেন। সেইসময় অভিনেতা একেবারেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। আর তারপর থেকেই নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। এমনকি মিডিয়ার সামনেও ধরা দিচ্ছিলেন না তিনি। তবে এতদিন পর তাকে দেখতে পেয়ে খুশি হয়েছেন নেটিজেনরাও। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন অভিনেতাকে।