শুভব্রত সরকার: অর্জুন সিং এর উপর হামলা ব্যাপক প্রভাব পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপি থেকে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। অর্জুন সিং নিজে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করেছেন খুনের ষড়যন্ত্রের জন্য। মঙ্গলবার জোর করে তিনি হাসপাতাল থেকে ছুটি নেন এবং তার পরই বেরিয়ে পড়েন তার কাজে। প্রথমে তিনি সিপি মনোজ বর্মার কাছে গিয়ে মমতা ব্যানার্জির নামে খুনের ষড়যন্ত্রের অভিযোগ জানায়, অর্জুন সিং এর দাবি প্রথমে তার অভিযোগ নিতে আপত্তি জানায় এবং পরে মনোজ বর্মা বলেন দুদিন পর তিনি এফআইআর দায়ের করবেন। প্রসঙ্গত মুকুল রায় মমতা ব্যানার্জির নামে এফআইআর করার হুমকি দেয়।
অর্জুন সিং মনোজ বর্মা কে কটাক্ষ করে বলেন যে,’এর আগেও আমাকে মারার জন্য তিনি পুরস্কার পেয়েছেন আর এবারেও আমাকে মারার জন্য আরেকবার পুরস্কার পাবেন।’ এরপরেই ব্যারাকপুরের সাংসদ রোববারের ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন। রাজ্য বিজেপির ঘটনাকে খতিয়ে দেখার কথা বলেছে। অর্জুন সিং এর দাবি তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়নি তিনি তার মাথায় প্রথমে লাঠির আঘাত এবং পরে বন্দুকের বাটের আঘাত পান এবং তাকে আঘাত করেছে সিপি মনোজ বর্মা।রাজ্য বিজেপির সাংবাদিকদের ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখার কথা বলে।