Viral: আইফোনের রিংটোন হুবহু নকল করছে টিয়া পাখি ‘গুচি’, দেখুন ভাইরাল ভিডিও
টিয়া পাখিটি হল ভোসমায়েরি ইকলেকটাস প্রজাতির
দৈনন্দিন গোটা বিশ্ব নতুন নতুন প্রযুক্তির সম্মুখীন হচ্ছে। ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা অত্যন্ত অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। বিনোদনের মাধ্যম হিসেবে ডিজিটাল দুনিয়ার প্রধান তারকা সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি, সব সময় এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দেখা যায়। তাই আট থেকে আশি এখন সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় অ্যাকাউন্ট খুলে রেখেছে।
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই তালিকার মধ্যে একটি বড় জায়গা জুড়ে আছে বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষ্য পশুপাখিদের অবাক করা প্রতিভা বা হাস্যকর কার্যকলাপের ভিডিও ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। বেশিরভাগ সময় সেইসব ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, এবং তাতে তারা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। সম্প্রতি একটি টিয়া পাখির ভিডিও ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।
যাদের বাড়িতে টিয়া পাখি বা কাকাতুয়া থাকে তাদের এমনিতেই সারাদিন রীতিমতো গল্প করতে করতেই কেটে যায়। আসলে ছোট থেকে প্রশিক্ষণ পেলে টিয়া পাখি বেশ ভালই কথা বলে দেখাতে পারে। তবে ভাইরাল ভিডিওতে টিয়া পাখি, গুচি সকলকে অবাক করে দিয়ে আইফোনের রিংটোন নকল করে শুনিয়েছে। ভিডিওটি একবার দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এত নিখুঁতভাবে একটি টিয়া পাখি এমন নকল করতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ইনস্টাগ্রামে এই ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয় গুচি গোওডা নামের একটি অ্যাকাউন্ট থেকে। আসলে পোষ্য টিয়াপাখি গুচির মালিক পূজা দেবরাজ এই অ্যাকাউন্ট থেকে নিয়মিত বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকে। তাঁদের টিয়াপাখি হল ভোসমায়েরি ইকলেকটাস প্রজাতির। টিয়া পাখিটি লাল রঙের দেখতে এবং একটি বড় লেজ আছে। ভিডিওটি ইতিমধ্যেই অগুনতি মানুষ লাইক করেছেন। এছাড়া নেটিজেনদের একাংশ তো প্রথমে বিশ্বাস করতে পারেননি যে এমন সুন্দর নিখুঁত নকল করতে পারবে একটি টিয়াপাখি। অনেকে পাখিটিকে প্রতিভাবান বলে আখ্যায়িত করেছেন।