Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vamika: এক্কেবারে বাবার মুখ বসানো, বিরাট-অনুষ্কার সন্তানের প্রথম ছবি ভাইরাল

গত বছরেই মা হয়েছেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং তার কোল আলো করে এসেছে ছোট্ট ভামিকা। তবে, তার জন্মের পরেই বিরাট এবং অনুষ্কা জানিয়ে দিয়েছিলেন, তারা প্রাইভেসি নিয়ে…

Avatar

গত বছরেই মা হয়েছেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং তার কোল আলো করে এসেছে ছোট্ট ভামিকা। তবে, তার জন্মের পরেই বিরাট এবং অনুষ্কা জানিয়ে দিয়েছিলেন, তারা প্রাইভেসি নিয়ে অত্যন্ত চিন্তিত। তাই যতক্ষণ না পর্যন্ত তারা নিজে নিজের ছোট্ট মেয়ের ছবি প্রকাশ্যে আনছেন ততদিন পর্যন্ত যেন তাদের প্রাইভেসি দেওয়া হয়। তবে, এক বছর মেয়ে কোন ছবি প্রকাশে না আসলেও, এবারে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে স্পোর্টস চ্যানেলের দৌলতে প্রকাশ্যে এল বিরাট-অনুশকার কন্যা সন্তানের মুখ।

প্রায় এক বছর নিজের মেয়ের কোন ছবি প্রকাশ্যে আনতে দেননি বিরাট এবং অনুষ্কা। তারা দুজনেই চেয়েছিলেন, যেনো তাদের সন্তানের মুখ পরে তারা নিজেরাই প্রকাশ্যে আনেন। কিন্তু তেমনটা আর হলো কই। সম্প্রতি এক স্পোর্টস চ্যানেলের সম্প্রচারের সময় স্ক্রীনে ধরা পড়লো মেয়ে ভামিকাকে নিয়ে দাড়িয়ে আছেন মা অনুষ্কা। এই বিষয়টি যদিও ছবি না, এটি একটি ভিডিও ফুটেজ, কারণ সেই সময়ে বিরাট কোহলি নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন এবং নিজের স্টাইলে সেলিব্রেশন করছিলেন। সেই সেলিব্রেশন মেয়েকে দেখাতে গিয়ে হলো বিপত্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেপ টাউনে এদিন ভারত এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিবসীয় ম্যাচ চলছিল। সেই ম্যাচ দেখতেই কেপ টাউনে হাজির হন অনুষ্কা শর্মা। তার সঙ্গে ছিল তার মেয়ে ভামিকা। গ্যালারি থেকে বাবা বিরাট কোহলির খেলা দেখার সময় ভামিকা অত্যন্ত আপ্লুত। তাকে এদিন একটি পিঙ্ক রঙের ফ্রক পরা অবস্থায় আমরা দেখতে পেলাম।

ইন্টারনেট দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই হয়ে গিয়েছে ভাইরাল। তবে দুরকম মতামত আসছে উঠে। একপক্ষ বলেছেন, বিরাট এবং অনুষ্কা প্রথম থেকেই নিজেদের মেয়েকে নিয়ে প্রাইভেসি চেয়েছিলেন, তাহলে এরকম ভাবে তার ছবি প্রকাশ্যে আনার কি মানে। আবার আরেক পক্ষ কিন্তু এই ছবি দেখে অত্যন্ত খুশি। যদিও বিরাট এবং অনুষ্কা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে নারাজ। তবে যাই হোক, ভামিকার প্রথম লুক দেখে নেটিজেন সমাজ বিরাট খুশি। আফটার অল, বিরাট এবং অনুষ্কার সন্তান বলে কথা! সেলিব্রিটি তো বটেই নাকি!

About Author