Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mondal: রানু মন্ডলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বিরিয়ানি খেয়েছেন একসাথে, শুনেই হাসছে গোটা নেটপাড়া

Updated :  Friday, January 28, 2022 9:56 AM

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একসময় তিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। তবে রানাঘাট স্টেশন দিয়ে যেসব মানুষ যাতায়াত করতেন তারা সকলেই খেয়াল করেছিলেন রানু মন্ডলকে, কারণ তিনি গানটা নেহাতই মন্দ গাইতেন না। এরপর সোশ্যাল মিডিয়া ও অতীন্দ্র চক্রবর্তীর সূত্র ধরেই পার করেছিলেন বলিউডের গণ্ডি। হিমেশ রেশ্মিয়ার সুরে রেকর্ড করেছিলেন গানও। তবে নিজের সেই জায়গা তিনি ধরে রাখতে পারেননি নিজের দোষেই। একটু জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই তার মধ্যে অহংকারের জন্ম নেয়। যার জন্য তিনি খারাপ কথা বলেছিলেন অতীন্দ্র চক্রবর্তীকেও। তবে নিজের এই স্বভাবের জন্য রানু মন্ডল আবারো ফিরে এসেছেন নিজের জায়গাতেই।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই রানু মন্ডলকে নিয়ে একাধিক ট্রোলিং ভিডিও দেখা যায়। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য বারবার নেটিজেনদের কাছে ট্রোল হন তিনি। সম্প্রতি সেই ঘটনারই আবারো পুনরাবৃত্তি ঘটল। সম্প্রতি এক ইউটিউবারের সাথে কথা বলতে গিয়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে রানু মন্ডল যা বললেন, তা শোনার পর থেকেই হাসি থামছেনা নেটজনতার।

প্রায়ই বিভিন্ন ইউটিউবারকে রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে কাকে নিয়ে ভিডিও বানানোর জন্য যেতে দেখা যায়। সম্প্রতি আরও এক ইউটিউবার রানু মন্ডলকে নিয়ে ভিডিও বানানোর জন্য গিয়েছিলেন তার বাড়িতে। তার সঙ্গে কথা বলতে গিয়েই রানু মন্ডল যা বললেন তা শুনে চোখ কপালে উঠেছে নেটজনতার অধিকাংশের। তিনি জানিয়েছেন গত ক্রিসমাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন তার বাড়িতে। তিনি তার জন্য বিরিয়ানিও নিয়ে এসেছিলেন। সেই বিরিয়ানি যে বেশ ভালো ছিল তাও জানিয়েছেন তিনি। রানু মন্ডলের এই কথা শুনে হাসি থামছেনা নেটিজেনদের। এ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বহুবার এমন ধরনের নানা কথা বলেছেন।

কখনো তিনি বলেছেন তার বাড়িতে সালমান খান এসেছিলেন। আবার কখনও তিনি বলেছেন হিমেশ রেশ্মিয়া তার বাড়িতে বালি ফেলে গিয়েছেন। নানা ধরনের বেফাঁস মন্তব্য করতেই থাকেন তিনি। যার জন্য বারবার ট্রোল হন রানু মন্ডল। সম্প্রতি তার ব্যতিক্রম ঘটলো না। ‘দ্যা ক্রিটিকাল বাঙালি’ নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ইউটিউবারের পেজে চোখ রাখলেই দেখা যাবে, রানু মন্ডলকে নিয়ে একাধিক ভিডিও বানিয়েছেন তিনি। আপাতত তার শেয়ার করে এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।