বীরভূম থেকে এবার মার্কিন মুলুক, কাঁচা বাদাম সুপার হিট গানে নেচে ঝড় তুললেন ডান্সিং ড্যাড রিকি, ভাইরাল ভিডিও
ভিডিওটিতে ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ ভিউ হয়ে গিয়েছে
পশ্চিমবঙ্গের ছোট একটি জেলা বীরভূম থেকে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত স্থান করে নিল ভুবন বাদ্যকরের কাচা বাদাম গান। এই গানে কিলি পল থেকে শুরু করে এবারে রিকি পণ্ড ভিডিও তৈরি করলেন দেদার। একটা সময় শুধুমাত্র দেশের গন্ডিতে আটকে ছিল ভুবন বাদ্যকর এর গান। তবে দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশেও ঝড় তুলতে শুরু করেছে এই গানটি। কিছুদিন আগেই কাচা বাদাম গান পৌঁছে গিয়েছিল তানজানিয়ায়। সেখানে সোশ্যাল মিডিয়াতে এই গানের নাচ করে তাক লাগিয়ে দিয়েছিলেন কিলি পল।
আর এবারে এই কাঁচা বাদাম গানের নাচ করলেন ডান্সিং ড্যাড রিকি। সোশ্যাল মিডিয়াবাসী এই নাচ দেখে অত্যন্ত খুশি। তার হাত ধরে কাচা বাদাম পৌঁছে গেল একেবারে মার্কিন মুলুকে। সেখানে এই নাচ একইভাবে জনপ্রিয় হয়েছে।
গ্রামের ফেরিওয়ালাদের কাছেও তিনি একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। অনেকেই দেখেছেন ফেরিওয়ালারা গান গেয়ে গেয়ে নিজেদের জিনিস বিক্রি করে থাকেন। সেরকম ভাবেই একদিন ভুবন বাদ্যকর নামে একজন কাচা বাদাম বিক্রেতা নিজের তৈরি করা একটি গান গেয়ে বাদাম ফেরি করতে শুরু করলেন। ধীরে ধীরে এই গান জনপ্রিয় হতে শুরু করলো সব জায়গায়। প্রথমে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি।
তবে এখন এই গান একেবারে সর্বত্র ছেয়ে গিয়েছে। বর্তমানে মার্কিন মুলুকে এই গানের চর্চা শুরু হয়েছে। রিকি এই গানে নাচ করলেন। জানা যাচ্ছে, রিকি নাকি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলের বাসিন্দা তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে তিনি একজন পরিচিত মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি এই গানের সঙ্গে নাচ করে একটি ভিডিও দিলেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই নাচ। দর্শকদের মন জয় করার পাশাপাশি ভারতীয়দের মন কেড়ে নিলেন রিকি। তার এনার্জি এবং তার স্টাইল দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকগণ। আগেও তার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, তবে এটার মতো ভাইরাল অন্য কোন ভিডিও হয়নি।