পুষ্পা ক্রেজে এখন মত্ত গোটা দেশ। দেশের পাশাপাশি বিদেশেও চলছে পুষ্পা ট্রেন্ডের রমরমা। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনেমাটির কয়েকটি ডায়লগ এবং গান ইন্টারনেটে আনাচে-কানাচে টপ ট্রেন্ডিং তালিকায় ঘোরাফেরা করছে। পুষ্পা সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় মন জয় করে নিয়েছে দেশবাসীর। এবার সকলের পাখির চোখ সুপারস্টারের পরবর্তী সমস্ত সিনেমা নিয়ে। চলতি বছরে আল্লু অর্জুনের বেশ কয়েকটি সিনেমা রিলিজ করতে চলেছে।
পুষ্পার সাফল্যের পর, আল্লু অর্জুন ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় অধ্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত। এই সুপারহিট সিনেমা দ্বিতীয় অধ্যায় চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে। “পুষ্পা- দ্য রুল” নিয়ে তুমুল উৎসাহ রয়েছে দর্শকদের মধ্যে। এই সিনেমার পর আল্লু অর্জুন “আইকন” সিনেমায় কাজ করবেন। এই ছবিতে সুপার স্টারদের সাথে মুখ্য ভূমিকায় থাকবেন পূজা হেগড়ে এবং কৃতি শেঠি। ছবির পরিচালক ভেনু শ্রীরাম। এই সিনেমাতেই আল্লু অর্জুন প্রথম পরিচালক ভেনু শ্রীরামের সাথে কাজ করবেন।
এছাড়া জানা যাচ্ছে, সারনাইডু র মত ব্লকবাস্টার ফিল্ম করার পর আবার সুপারস্টার আল্লু অর্জুন, অভিনেতা ব্যাপতি শ্রীনুর সাথে পরবর্তী ছবি করার জন্য আলোচনা করছেন। এই সিনেমাটি আইকন এর পর মুক্তি পাবে। সেইসাথে গ্ল্যামার ওয়ার্ল্ডে গুঞ্জন চলছে ব্যাপক সাফল্যের পর কেজিএফ চলচ্চিত্র পরিচালক প্রশান্ত নিল তার পরবর্তী সিনেমা আল্লু অর্জুনের সাথে করতে চলেছেন। বর্তমানে প্রশান্ত নীল, প্রভাসের সাথে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত।
এছাড়া পরিচালক মুরুগাদোসের সাথে আগামী ছবি নিয়ে কথা বলছেন চলচ্চিত্র তারকা আল্লু অর্জুন। সেই ছবি স্ক্রিপটিং এখন লেখা চলছে। মোট কথা, আগামী বছরের মধ্যে ভারতে সুপারষ্টার আল্লু অর্জুনের ৬ টি সিনেমা রিলিজ করতে চলেছে। পুষ্পা ক্রেজের পর আগামী সিনেমাগুলি যে সুপারহিট ব্লকবাস্টার হবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained