Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sourav Ganguly: ওড়িয়া দাদাগিরির মঞ্চে এসে কামাল দেখাল মহারাজ, রাইফেল হাতে করলেন লক্ষ্যভেদ

বাংলা তথা গোটা দেশবাসীর কাছে এখন সিনেমা এবং সিরিয়ালের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। ২২ গজের মহারাজা, সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দাদাগিরি আনলিমিটেড বাংলার বুকে একটি অত্যন্ত…

Avatar

বাংলা তথা গোটা দেশবাসীর কাছে এখন সিনেমা এবং সিরিয়ালের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। ২২ গজের মহারাজা, সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দাদাগিরি আনলিমিটেড বাংলার বুকে একটি অত্যন্ত জনপ্রিয় গেম শো। পরপর ৮ টি সিজনে সাফল্য পাওয়ার পর নতুন সিজন শুরু হয়েছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। তবে বর্তমানে এই শো বাংলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে ওড়িশায়। জি বাংলার পর জি সার্থক চ্যানেলে শুরু হয়েছে ‘দাদাগিরি হৃদয়ারু’। এই শোতে সঞ্চালকের আসনে রয়েছেন ওড়িয়া সুপারস্টার অনুভব মোহান্তি।

১৫ জানুয়ারি থেকে জি সার্থক চ্যানেলে এই ‘দাদাগিরি হৃদয়ারু’ দেখানো শুরু হয়েছে। দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ এর অনুকরনে চলছে এই শো। শো এর ফরম্যাট অনুযায়ী ওড়িশার ৩০ টি জেলার মানুষ সুযোগ পাবে এই দাদাগিরিতে অংশগ্রহণ করার। অনুভব মোহান্তির স্টারডম ও শোতে একাধিক চমক ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে দাদাগিরি হৃদয়ারুকে। সম্প্রতি এই শোতে উপস্থিত হয়েছিলেন ‘রিয়েল দাদা’, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদাগিরি হৃদয়ারুর সঞ্চালক অনুভব মোহান্তি, দাদাগীরির মঞ্চে দাদার আগমনের একটি প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাতে বিরাট রাইফেল নিয়ে নিশানা লাগাচ্ছেন ২২ গজের মহারাজ। তারপর দেখা যায় শোয়ের মঞ্চে বাজছে আধুনিক গান “ও লারকি আঁখ মারে” এবং জায়েন্ট স্ক্রীনে সৌরভ গাঙ্গুলীর খেলার সময় একটি চোখ মারার ভিডিও চালানো হয়েছে। এই দেখে বেশ খুশি হন মহারাজ এবং বলে ওঠেন যে পুরো ম্যাচের মধ্যে দাদার সিটি মারা এবং চোখ মারাটাই দেখলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই এই ভিডিওটিতে প্রায় ৯ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা খুবই উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন কবে দুই দাদা একসাথে দাদাগীরির মঞ্চ জমিয়ে তুলবেন। অনেকেই কমেন্ট করে নতুন শুরু হওয়া দাদাগিরি হৃদয়ারুর প্রশংসা করেছে।

About Author