Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: নারীর জুগাড় দেখে মাথা খারাপ, চিপসের প্যাকেট দিয়ে তৈরি সুন্দর শাড়ি, দেখুন ভিডিও

Updated :  Wednesday, February 9, 2022 6:57 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ভিডিও দেখতে পাই যা সত্যিই আমাদের অবাক করে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে শুধুমাত্র বিনোদন মাধ্যম বললে ভুল বলা হবে, নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে।

প্রতিদিন প্রতিমুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে নেটমাধ্যমের পাতায়। আর সেইসমস্ত ভাইরাল ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে রীতিমত অবাক হতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে চিপসের প্যাকেট দিয়ে এক মহিলা শাড়ি বানিয়েছেন। যা দেখে চোখ কপালে উঠছে অধিকাংশের।

সন্ধ্যার স্ন্যাকস কিংবা সিনেমা দেখতে গিয়ে কিংবা সময় কাটানোর জন্য চিপস খেয়ে থাকি। খাওয়ার পর প্যাকেটগুলো ফেলে দি ডাস্টবিনে কিংবা রাস্তায়। কিন্তু কখনো কেউই হয়তো আমরা ভেবে দেখিনি এই প্যাকেটগুলো দিয়েও কিছু বানানো যায়। কিন্তু এক মহিলা এই কথাই ভেবে দেখেছেন এবং এই প্যাকেটগুলো জমিয়ে শাড়ি বানিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে প্রথমে দেখা যাচ্ছে এক মহিলা নীল ‘লেজ’এর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার সামনে। আর তার পরক্ষনেই দেখা যাচ্ছে ঐ মহিলা নীল লেজের প্যাকেটগুলো দিয়ে বানানো একটি শাড়ি পরে রয়েছেন। শাড়িটি দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব যত্নসহকারে ধীরে ধীরে চিপসের প্যাকেট দিয়ে এই শাড়িটি বানিয়েছেন। এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। মহিলার ধৈর্য দেখে রীতিমত অবাক হয়েছেন অনেকেই। তার ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। বেশিরভাগ নেটিজেনই তার প্রশংসা করেছেন।