Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের একবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতীয়দের ওপর পাক বিক্ষোভ!

Updated :  Thursday, September 5, 2019 8:53 AM

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যু নিয়ে লন্ডনে পাকিস্তানীদের বিক্ষোভ শালীনতার সীমা ছাড়িয়ে গেল। প্রায় দশ হাজার পাকিস্তান বংশোদ্ভূত মানুষ জমা হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন। ভাঙচুর চালানো হয় ভারতীয় দূতাবাসে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কাশ্মীর নিয়ে বিক্ষোভ প্রদর্শন হলো লন্ডনে। একদল কাশ্মীরিপন্থী ব্রিটিশদের আয়োজিত ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ পার্লামেন্ট স্কোয়ার থেকে ডাউনিং স্ট্রিট হয়ে ভারতীয় দূতাবাসের দিকে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন কয়েকজন ব্রিটিশ লেবার সাংসদ। বিক্ষোভকারীদের হাতে ছিল পাক অধিকৃত কাশ্মীর ও খালিস্তানের পতাকা ও প্ল্যাকার্ড। মিছিল থেকে স্লোগান ওঠে ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধ বন্ধ হোক’, ‘আজাদি’-র।

ভারতীয় দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে ডিম, টমেটো, জুতো, পাথর, বোতল, ধোঁয়ার বোমা ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। দূতাবাসের বেশ কয়েকটি জানলার কাঁচ ভাঙে। সেই ছবি টুইট করে ভারতীয় দূতাবাস জানায়, ‘আজ লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে আরও একটা হিংসাত্মক প্রতিবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসের কিছু অংশ।’

এই ঘটনায় দু জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। পাকিস্তান বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন, ‘এই অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা করছি।’