বাংলা সিরিয়ালবিনোদন

প্রকাশ্য রাস্তায় হলুদ শাড়িতে হাতে শাঁখা পলা পরে ‘কাঁচা বাদাম’ গানে তুমুল নাচ পর্দার খুকুমণির

Advertisement

গতবছর থেকেই ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। গান গেয়ে বাদাম বিক্রি করার দৃশ্য কোন এক নেটিজেন ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন নেটমাধ্যমে। আর তারপর থেকেই বাদাম কাকু হিট। বর্তমানে তার এই গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে।

মাঝে বেশ কয়েকটা দিন এই গান নিয়ে উন্মাদনা কিছুটা কমলেও বর্তমানে এই গান নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা রীতিমতো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান হয়ে দাঁড়িয়েছে ‘কাঁচা বাদাম’। তারকা থেকে সাধারণ কেউই বাকি থাকছে না এই গানের সাথে রিল ভিডিও বানানোতে। সম্প্রতি এই গানের সাথে ইনস্টারিল বানালেন ছোট পর্দার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পর্দার খুকুমণি হলুদ শাড়ি, লাল ব্লাউজে হাতে শাঁখা পলা পড়ে রীতিমতো প্রকাশ্য রাস্তায় বর্তমানের ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ এর সাথে তুমুল নাচছেন। দেখে মনে হচ্ছিল তিনি গায়ে হলুদের পোশাকে রয়েছেন। সম্ভবত ধারাবাহিকের সাজে ছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন। সম্ভবত খুকুমণির পোশাকেই এই রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওর সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি এই ভিডিওটি বানাতে অনেকটা দেরি করে ফেলেছেন, কিন্তু তাও বানালেন। সেই রিল ভিডিও এখন তার ভক্তদের মাঝে ভাইরাল। তারা অভিনেত্রীর নাচের প্রসংশাও করেছেন। রইল সেই ভিডিও।

Related Articles

Back to top button