বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে রয়েছে ঋদ্ধি ও খড়ি জুটি।
এখন ধারাবাহিক অনুরাগীদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে, তবে কি এবার টেলিভিশনের পর্দায় মিঠাইয়ের রাজত্বের দিন শেষ? এখন মিঠাই-সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়নকে টেক্কা দিচ্ছে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা। তবে ধারাবাহিক অনুরাগীদের আশঙ্কা কিছুটা হলেও সত্যি। ‘মিঠাই’ আগের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেও আবারও তৃতীয় স্থানে নেমে গিয়েছে। কোন কিছু করেই পুরনো গৌরব ফিরে পাচ্ছে না ‘মিঠাই’। এমনকি এবারে টিআরপি তালিকায় ‘মিঠাই’কে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’র পাশাপাশি ‘আলতা ফড়িং’ও। রইল তালিকা।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ১০.২
২) আলতা ফড়িং- ৯.৫
৩) মিঠাই- ৯.১
৪) ধুলোকণা- ৮.৩
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২, আয় তবে সহচরী- ৮.২
৬) মন ফাগুন- ৮.১
৭) অনুরাগের ছোঁয়া- ৭.৭
৮) খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩
৯) উমা- ৭.২
১০) পিলু- ৭.১
তালিকা থেকেই স্পষ্ট এই মুহূর্তে টিআরপির দৌড়ে এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। জি বাংলার ধারাবাহিকগুলি যে বেশ কিছুটা পিছিয়ে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর টিআরপি আগের থেকে বেড়েছে অনেকটাই। আপাতত ৫ নম্বর স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের ভক্তরা আশা করছেন ধীরে ধীরে লক্ষ্মী কাকিমা টিআরপির দৌড়ে টেক্কা দেবে অনেককে।