বিবাহিতদের জন্য বড়ো সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। আগে ডিভোর্সের পর কোনো সম্পর্ক থাকত না স্বামী ও স্ত্রীর মধ্যে। কিন্তু এবার ডিভোর্সের পরও নিস্তার পাবেন না স্বামী। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক নির্দেশিকায় সেটাই স্পষ্ট হয়েছে। হাওড়ায় এক দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলায় বিচারপতি মধুমিতা মিত্র রায় দেন। মনে করা হচ্ছে, এই মামলার পরে বিবাহিতদের জন্য, বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য এক ঐতিহাসিক রায় দিলো কলকাতা হাইকোর্ট। বিবাহ বিচ্ছেদ হওয়া মানে সব দায় শেষ হয়ে গেল এমন ভাবার দরকার নেই। একজন হিন্দু নারী বিবাহ বিচ্ছেদের পর আবার বিয়ে না করা পর্যন্ত স্বামী তাকে খোরপোশ দিতে বাধ্য। এক্ষেত্রে সেটাই প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বিচারপতি মধুমিতা মিত্র।