Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আলিয়া ভাটের আগে এই ৩ অভিনেত্রী প্রত্যাখ্যান করেছিলেন গঙ্গুবাই চরিত্র

Updated :  Monday, March 14, 2022 4:05 PM

সাধারণত সব সময় নিজের ভার্সেটাইল অভিনয়ের মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে সম্প্রতি রিলিজ হওয়া সিনেমা গঙ্গুবাই কাঠিয়াবাড়িতে তার অভিনয়ে রীতিমতো সকলকে ছাপিয়ে গিয়েছে। এই ছবিতে তার অভিনয় দেখে রীতিমত মুগ্ধ তার বড় থেকে বড় সমালোচকরাও। গাঙ্গুবাঈ এর সম্পূর্ণ আমেজ এবং ফিল তিনি নিয়ে আসতে পেরেছেন এই সিনেমায়।

কিন্তু আপনি কি জানেন? পরিচালক সঞ্জয় লীলা বনশালি প্রথমে এই ছবি আলিয়াকে দিয়ে করাতে চান নি। বরং তাঁর পছন্দ ছিলেন অন্য একজন অভিনেত্রী। পরপর তিন জন অভিনেত্রী এই চরিত্র রিজেক্ট করলে চতুর্থ পছন্দ হিসেবে উঠে আসে আলিয়া ভাটের নাম। তবে আপনি কি জানেন এই ৩ অভিনেত্রী কারা এবং তারা কিসের জন্য এই চরিত্রে রিজেক্ট করেছিলেন?

গাঙ্গুবাঈ এর চরিত্রটি যখন নির্মাণ করেছিলেন সঞ্জয় লীলা বনশালি, সেই সময় তাঁর প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগেও দীপিকাকে নিয়ে একাধিক সিনেমায় কাজ করেছেন বনশালি। তার তথাকথিত রাজ ঘরানা লুকে দীপিকা পাড়ুকোন সবসময় পার্ফেক্ট। কিন্তু শোনা যায়, যখন সঞ্জয় লীলা বনশালি দীপিকা পাড়ুকোনের কাছে গাঙ্গুবাঈ এর চরিত্রটি নিয়ে যান, সেই সময় বিতর্কিত চরিত্র দেখে তিনি সরাসরি না করে দিয়েছিলেন।

দীপিকা পাড়ুকোন না করে দেবার পর সঞ্জয় এই চরিত্র নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী রানী মুখার্জির কাছে। রানী মুখার্জিও এই বিতর্কিত চরিত্রে অভিনয় করতে চাননি। তার পরবর্তীতে এই চরিত্র পৌঁছায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। স্বভাবতই বিতর্কিত চরিত্র দেখে পিগি চপসও এই চরিত্র গ্রহণ করতে নারাজ ছিলেন। তাই অগত্যা কোন উপায় না দেখে সঞ্জয় চান আলিয়া ভাটের কাছে। তিনি এই চরিত্র করতে রাজি হন, এবং সিনেমা রিলিজ হবার পর, এই গঙ্গুবাই চরিত্রটি হয়ে ওঠে আলিয়ার জীবনের সবথেকে বড় কিছু চরিত্রের মধ্যে একটি।