Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথম দিনেই ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিল ‘আরআরআর’

Updated :  Sunday, March 27, 2022 2:06 PM

‘আরআরআর: রাইজ রোর রিভোল্ট’ মুক্তি পেয়েছে শুক্রবার ২৫’শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল। এই ছবির গান অনেক আগেই জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে। এই ছবির প্রচারেও খামতি রাখেন নি পরিচালক। ছবির কলাকুশলীদের নিয়ে উড়ে গিয়েছেন বিভিন্ন শহরে ছবির প্রচারের খাতিরে।

এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যুগলবন্দী বলা যায়। এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা রয়েছেন। এই ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছিল চারিদিকে। শুক্রবার এটি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত এই ছবি দেখে, তা নিঃসন্দেহে বলা চলে।

প্রথম দিনেই 'বাহুবলি ২'এর রেকর্ড ভেঙে দিল 'আরআরআর'

ছবি মুক্তির আগেই টিকিট প্রি-বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রি-বুকিংয়ের খাতিরেই কোটি টাকা কামিয়েছে এই ছবি। তবে এবার এস এস রাজামৌলি নিজের রেকর্ড ভাঙলেন নিজেই। তার পরিচালিত ‘বাহুবলি ২’ শেষ রেকর্ড ভেঙেছিল বক্সঅফিসে। এবার বাহুবলীকে ছাপিয়ে গেল ‘আরআরআর’। তবে এই ছবি রেকর্ড ভাঙলেও বাজেট ছাপিয়ে যেতে পারেনি এখনও।

ইতিমধ্যেই বক্সঅফিসে প্রথম দিনেই ২২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে ছবির বাজেট ছাপিয়ে যেতে পারিনি এখনো। তবে এই ছবিটি তৈরি করতে এস এস রাজামৌলির সব মিলিয়ে ৩৩৬ কোটি টাকা লেগেছে। তবে আশা করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এর থেকেও বেশি পরিমাণ টাকার ব্যবসা করবে এই ছবি, সেই আশাতেই ছবির কলাকুশলীরা।

উল্লেখ্য, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে দিনদিন চাপে ফেলছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। একের পর এক দক্ষিণী ছবি ব্লকবাস্টার হিট হচ্ছে। কাঁপিয়ে দিচ্ছে বলিউড। ছাপিয়ে যাচ্ছে বলিউডকে। ‘রাইজ রোর রিভোল্ট’ তারই প্রমাণ।