Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দঙ্গলের ছোট ববিতাকে মনে আছে? তার লেটেস্ট ছবি রীতিমত অবাক করছে সকলকে

Updated :  Thursday, March 31, 2022 10:36 AM

আমির খানের ছবি দঙ্গল এখনও সবার মনে একদম সজীব রয়েছে। এই ছবিতে আমির খান এবং অন্যান্য তারকাদের দুর্দান্ত অভিনয় একটা সময় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই দঙ্গল ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। তার পাশাপাশি ছিলেন সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। তাদের সকলের অভিনয় এখনো দর্শকদের মনে রয়ে গিয়েছে। কিন্তু আপনার কি ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করা সেই বাচ্চাটিকে এখনো মনে আছে? সম্প্রতি সে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেছে যা দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ সকলের।

দঙ্গল সিনেমা আমির খান এবং সাক্ষীর চার কন্যা ছিল। তারমধ্যে গীতা এবং ববিতাকে কেন্দ্র করেই এই সিনেমা চলতে থাকে। এই সিনেমায় ছোট গীতা ফোগাট চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। অন্যদিকে ছোট ববিতা চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনাগর। সম্প্রতি সুহানির একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে তাকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। তার এই সমস্ত ছবি দেখে কেউ বিশ্বাস করতে পারছে না, এই মেয়েটি দঙ্গল সিনেমায় ববিতার ছোটবেলা চরিত্রে অভিনয় করেছিল।

তার ভক্তরাও এই ছবি দেখে রীতিমতো উচ্ছ্বসিত। সুহানির ব্যাপারে বলতে গেলে, খুব ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত সুহানি। প্রথমে কিছু বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর বিভিন্ন চলচ্চিত্রে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। বলিউড সিনেমায় তিনি দঙ্গল ছবির মাধ্যমে ডেবিউ করেছেন। এই ছবিটি এখনো পর্যন্ত তার সবথেকে জনপ্রিয় ছবি।