২০২২’এর শুরুতেই সুখবর জানন হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত ও দেবীনা। দুই থেকে তিন হচ্ছেন তারা। অনস্ক্রিন দিয়ে শুরু হলেও অফস্ক্রিনেও একে অপরের জীবনসঙ্গী তারা। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৬ থেকে একে অপরকে ডেট করছেন এই দুই তারকা। পরবর্তীকালে একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। কদিন আগেই জানা গিয়েছিল, খুব শীঘ্রই তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, সেই কথা এই জুটি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের একাধিক ছবিও শেয়ার করে নিয়েছিলেন দেবীনা।
অবশেষে সেই দিন আগত। মা-বাবা হলেন গুরমিত-দেবীনা। একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিজেদের বাবা-মা হওয়ার কথা জানালেন নিজেরাই। তাদের ঘর আলো করে কন্যা সন্তান এসেছে। এই তারকা জুটি ভিডিওটি পোস্ট করে নিজেদের বাবা-মা হওয়ার খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোটা দুনিয়ার সামনে। যারা ইতিমধ্যেই তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন এবং তাদের কন্যাসন্তানকে আশীর্বাদ করেছেন তাদের সকলকেই ধন্যবাদ দিয়েছেন এই তারকা দম্পতি। বর্তমানে বলাই বাহুল্য, এই মূহূর্তটাকে রীতিমতো উপভোগ করছেন গুরমিত চৌধুরী ও দেবিনা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে তাদের শেয়ার করা এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেতা ও অভিনেত্রীর হাতের মাঝে থেকেই একটি ছোট্ট হাত তাদের ভালোবাসার অস্তিত্বের কথা বলছে। এই ভিডিওটি ভীষণভাবে পছন্দ হয়েছে সকলের। তারকা থেকে শুরু করে সাধারণ সকলেই তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এই তারকা দম্পতির অনুরাগীরাও প্রাণভরে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন তাদের। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত আদর ও ভালবাসায় ভরা শুভেচ্ছাবার্তা চোখে পড়বে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside