বাঙালি নববর্ষের আনন্দকে আবারো মাটি করে দিতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের খবর অনুযায়ী বাঙালির নববর্ষ এবং চৈত্র সংক্রান্তির দিন সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি আবার কোথাও সাধারণ বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে কিছু কিছু জায়গায়।
তবে সব জেলায় বৃষ্টি হবে এরকমটা নয়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই কয়টি জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। উত্তরবঙ্গে ও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাত না হলেও বৃষ্টির ভ্রুকুটি শুরু হবে চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকে। কিছু কিছু জেলায় বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা ঝড়ো হাওয়া এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। অন্যদিকে বৃহস্পতিবার আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।