Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Oindrila Saha: কনের সাজে পর্দার নিপা, রূপে মুগ্ধ অসংখ্য নেটনাগরিক

Updated :  Wednesday, April 20, 2022 3:52 PM

ঐন্দ্রিলা সাহা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি অনেক ছোট বয়স থেকেই পরিচিত হয়েছেন এই লাইট-ক্যামেরা-অ্যাকশনের সাথে। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’এর সঞ্চালিকা হিসেবে শুরু করেছিলেন। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়ার’এর খুদে সঞ্চালিকা ছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখতে শুরু করেছিলেন ঐন্দ্রিলা। বর্তমানে টেলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশ নিয়ে থাকেন তিনি, তা তারা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি তেমনি একটি ফটোশুটের ভিডিওর সূত্র ধরে চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। নিজের একাধিক ছবি ও ইনস্টারিল শেয়ার করে থাকেন ঐন্দ্রিলা, যা দেখতে পছন্দ করেন তার ভক্তরাও। সম্প্রতি অভিনেত্রীকে ব্রাইডাল সাজে একটি ইনস্টারিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। যেখানে তার রূপ দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন অধিকাংশ নেটজনতা। সম্প্রতি এই ভিডিওটিতে অভিনেত্রীকে একেবারে নতুন কনের সাজে দেখা গিয়েছে। তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, তা বলাই বাহুল্য। হেভি ব্রাইডাল সাজে সেজে উঠেছিলেন তিনি। ভিডিওটি দেখলেই তা স্পষ্ট হবে।

এই পোশাকেই একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। প্রথমে এই সাজে অভিনেত্রীকে দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন, ‘মিঠাই’ ধারাবাহিকে রুদ্রর সাথে অবশেষে বিয়ে হতে চলেছে নিপার। তবে পরে অবশ্য পুরো ভিডিওটি দেখে স্পষ্ট হয়েছে সবটা। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী জি বাংলার এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’তে সিদ্ধার্থের ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন। দর্শকরাও তাকে পর্দায় দেখতে পছন্দ করেন। তার অভিনয় শুরু থেকেই প্রশংসিত তার অনুরাগীদের মাঝে।