সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত সাধারণের। সকলেই অপেক্ষায় রয়েছেন এক পশলা বৃষ্টির। এপ্রিল শেষ হতে চলেছে তবুও বৃষ্টির দেখা নেই। তবে এই দুরন্ত গরম থেকে স্বস্তি মিলতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বইতে পারে ঝড়ো হাওয়া, পাশাপাশি হতে পারে এক পশলা বৃষ্টিও।
বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ৪০-৫০ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে রাজ্যের উপর দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি নিম্নচাপ অক্ষরেখার মধ্যে একটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিস্তৃত রয়েছে ছত্রিশগড় পর্যন্ত।
পূর্বাভাস রয়েছে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার সেভাবে হেরফের ঘটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, ২২’শে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।