Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Breaking! ছবি পাঠাতে শুরু করেছে চন্দ্রযান ২!

Updated :  Monday, September 9, 2019 7:42 AM

২২ শে জুলাই চন্দ্রযান ২ উৎক্ষেপন করা হয় যা ৭ ই সেপ্টেম্বর একটুর জন্য সাফল্য লাভ করতে পারেনি। চন্দ্র অভিযানে খরচ হওয়া ৯৭৮ কোটি টাকা অপচয়ও হয়নি। এই অঘটন হার নয়, একথা জানাল ইসরো। বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ করা না গেলেও অরবিটার ক্ষতিগ্রস্ত হয়নি। অরবিটারে রয়েছে ‘টেরেন ম্যাপিং ক্যামেরা ২ (টিএমপি২)’। সুত্রের খবর, এখন থেকেই ছবি পাঠাতে শুরু করেছে। তবে কয়েকদিন সময় নিচ্ছে ইসরো। কিছুদিন পর ছবি প্রকাশ্যে আনবে এই সংস্থা।