Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুধ সাদা শাড়িতে হিন্দি গানে দুর্দান্ত নাচ পর্দার সারদা মায়ের, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, May 3, 2022 10:40 AM

সন্দীপ্তা সেন টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। স্টার জলসার ‘দূর্গা’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ২০০৮ সাল থেকে এই অভিনয় জগৎ’এ রয়েছেন তিনি। তিনি নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। টেলিভিশনের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও দেখা মিলেছে তার। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। যারা অভিনেত্রীকে ফলো করেন তারা সকলেই জানেন সেকথা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তার অনুরাগীদের সাথে। প্রায়ই নিজের নাচের একাধিক ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। নাচ তার কাছে অক্সিজেনের সমান, তা বলার অপেক্ষা রাখে না। একথা নিজেই বহুবার জানিয়েছেন অভিনেত্রী। তিনি কাজের ফাঁকে সময় পেলেই নয় ঘুরতে বেরিয়ে পড়েন, আর না হলে নাচে মনোযোগী হন। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় পর্দার মা সারদা।

‘তাল’ বলিউডের অন্যতম জনপ্রিয় ব্লকবাস্টার হিট ছবি। ১৯৯৯’এর ছবি এটি, যা আজও মানুষের পছন্দের তালিকায় রয়েছে। এই ছবির প্রতিটি গান এত বছর ধরে একনাগাড়ে সাধারণ দর্শকদের মাঝে রীতিমতো জনপ্রিয় হয়ে রয়েছে। প্রায়ই এই ছবির গানগুলির সাথে নৃত্য পরিবেশন করতে কিংবা নতুন করে গাইতে দেখা যায় অনেক নেটিজেনকেই। বাদ থাকেন না তারকারাও। সম্প্রতি এই ছবিরই টাইটেল ট্রাকের সাথে নৃত্য পরিবেশন করেছেন ছোটপর্দার অভিনেত্রী সন্দীপ্তা সেন, যা এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

অভিনেত্রী ‘তাল সে তাল মিলা’ গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। ভিডিওটি বানানোর সময় একেবারে দুধ সাদা শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন তিনি। হালকা মেকাপে, একটি পনিটেল বেঁধেছিলেন চুলে। সাথে পরেছিলেন একটি ছোট কালো টিপও। ইনস্টারিল আকারেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভিডিওটি শেয়ার করেছেন তিনি। নিজের বাড়িতেই বানিয়েছেন ভিডিওটি, তা দেখেই বোঝা গিয়েছে। তার নাচ দেখে আবারও মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরা। নিজেদের প্রিয় অভিনেত্রী নাচের প্রশংসা করতে ভোলেননি কেউই, তা অভিনেত্রীর এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।