অরূপ মাহাত: প্রতিবছর গরম বেড়ে চলেছে ক্রমান্বয়ে। এর থেকে পরিত্রাণের উপায় নেই বলেই জানা যাচ্ছে। বিশ্ব জুড়ে গাছ কমে যাওয়ায় এর একমাত্র কারন বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। এই মুহূর্তে বনসৃজনই একমাত্র পারে পৃথিবীকে রক্ষা করতে। তবে কেন্দ্র সরকার পরিস্থিতির মোকাবিলায় অন্য রকম ভাবনার আশ্রয় নিয়েছে। আগামী গরমের মরশুমে অতিরিক্ত গরমের মোকাবিলায় সকলের জন্য স্বল্প খরচে এসির ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার।
প্রতিবছর উত্তরোত্তর গরম বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনকার জীবনে এসির ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ। অথচ এসির দামের বাহুল্যের জন্য তা কেনার ক্ষমতা নেই তাদের। এই অবস্থায় সকলের সুবিধার জন্য কম খরচে এসি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। খুব সম্প্রতি ইইএসএল ১.৫ টনের ইনভার্টার এসি নিয়ে এসেছে। বাজার দরের থেকে খুব কম দামে পাওয়া যাবে এই ইনভার্টার এসি। সূত্রের খবর আগামী মার্চ মাস থেকে বাজারে পাওয়া যাবে এই এসি। যে সমস্ত সংস্থা এই এসি বিক্রি করবে তাদের কেন্দ্র সরকার কমিশন দেবে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে এই এসির দাম ৪২৩০০ টাকা ধার্য করা হয়েছে।