এক ধাক্কায় ১,৫০০ টাকা কমে গেল সোনার দাম, জানুন নতুন সোনার দাম
যদি এই মুহূর্তে সোনায় ইনভেস্ট করতে চান, তাহলে করে নিতেই পারেন
গ্লোবাল মার্কেটে প্রায় প্রতিদিন ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম। দামের কমতির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার আরো একবার সপ্তাহের দ্বিতীয় দফায় কমে গিয়েছে সোনার দাম। পাশাপাশি রুপোর দামেও এসেছে হ্রাস। এমসিএক্স এর রিপোর্ট অনুযায়ী, আজকেও সোনার দাম অনেকটাই কমেছে আগের থেকে। বিগত এক সপ্তাহের মধ্যে সোনার দাম কমেছে এক ধাক্কায় ১,৫০০ টাকা।
এমসিএক্স সূচকে আজকে সকাল ৯ টায় ২৪ ক্যারেট শুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৫০,১৫৭ টাকা। প্রতি দশ গ্রামের সোনার দাম কমেছে ০.০৩ শতাংশ। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সোনার দাম কিছুটা বেশি থাকলেও আবার কমতে দেখা গেছে এই দাম। তবে রূপার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আজ সকালে এমসিএক্স সূচকে প্রতি কিলোগ্রামে দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৯২০ টাকা।
তবে শুধুমাত্র ভারতের বাজারে না, বিশ্ব মার্কেটে দাম কমেছে সোনার। আজ সকালে বিশ্ব মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০.১ ডলার কমে গিয়ে হয়েছে ১৮২০.৫৪ ডলার। তবে, বিশ্ব বাজারে রুপোর দাম কিন্তু কিছুটা কম বলা চলে। এই মুহূর্তে বিশ্ব বাজারে রূপার দাম ০.৫ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২০.৭৬ ডলার প্রতি আউন্স। অর্থাৎ বিশ্ব বাজারে এই সমস্ত ধাতুর দাম অনেকটাই কম চলছে এই মুহূর্তে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পরে সোনার দাম সারাবিশ্বে কমতে শুরু করেছে। তার সঙ্গেই এখন ডলারের দাম অনেকটাই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এবং সেই কারণে এই ধরনের মূল্যবান ধাতুর দাম অনেকটাই কমেছে বিশ্ব বাজারে। তার পাশাপাশি, শেয়ার মার্কেটও দ্রুত গতিতে অগ্রগতি করতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। সবদিক থেকে আরও স্বাভাবিক হওয়ার পথে মার্কেট।