Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: পেটের দায়ে স্টেশনে ভিক্ষা করতে দেখা গেল রানাঘাটের রানু মন্ডলকে, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, May 28, 2022 10:44 AM

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় ঠুনকো সম্মানের প্রাচীর। যার জন্য এখন তিনি আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিমুহূর্তে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাময়িক জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরনো জায়গাতেই।

বর্তমানের ইউটিউবারদের কাছে রানু মন্ডল একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই বহু ইউটিউবাররা পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। সেখানেই তার অদ্ভুত কান্ডকারখানাগুলোকে ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দেন তারা, যা ভাইরাল হয় নিমেষে। এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে থেকে থেকেই তুমুল কটাক্ষের শিকার হন তিনি। তবে এর প্রতিবাদও জানান বহু নেটিজেন। কারণ অনেকের মতে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে কখনোই এইভাবে অপদস্ত করা উচিৎ নয়। তবে একবার এক সাক্ষাৎকারে রানু মন্ডল নিজেই জানিয়েছিলেন, সবাই নিজের ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স এবং লাইক বাড়াতে আসে, কেউ তার খিদের খোঁজ রাখেনা। খিদের জ্বালায় অনেকসময় খারাপ ব্যবহার করে ফেলেন অনেকের সাথে, আর সেগুলোর জন্যই তাকে প্রায়ই কটাক্ষ হতে হয় নেটদুনিয়ায়।

তবে সম্প্রতি জানা যাচ্ছে, আবারও স্টেশনে পেটের দায়ে ভিক্ষা করছেন রানু মন্ডল। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক মহিলা পুরনো একটি টি-শার্ট ও প্যান্ট পরে স্টেশনে এদিক-ওদিক নেচে বেড়াচ্ছেন, আর ভিক্ষা চাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন পথচলতি মানুষের দিকে। ট্রেন থেকে কোন এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তারপর থেকেই নেটনাগরিকদের একাংশ বলছেন এটাই রানু মন্ডল। আবারো তিনি তার পুরনো জায়গায় ফিরে এসেছেন। তবে সেই ধারণা যে ঠিক নয়, তা স্পষ্ট ইতিমধ্যেই। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই এই মহিলাকে রানু মন্ডলের জমজ বলে অভিহিত করেছেন। রইল সেই ভিডিও।